(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

রংপুরকে ৬ উইকেটে হারিয়ে বিপিএল ২০২৪ এর ফাইনালে কুমিল্লা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৪ এর ফাইনাল উঠলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স পরাজিত করেছে রংপুর রাইডার্স কে। ৯ বল হাতে রেখে রংপুরকে ৬ উইকেটের ব্যবধানে পরাজিত করেছে কুমিল্লা।

জেমি নিশামের ৯৭ রানের ঝড়ে ভর করে ১৮৫ রানের সংগ্রহ পেয়েছিল রংপুর রাইডার্স। সেই সময় এই রানকে চ্যালেঞ্জিং স্কোর মনে হলেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটিং দেখে তা কোন মুহূর্তেই মনে হয়নি।

রংপুরের বিশাল এই টার্গেটটাকে স্রেফ উড়িয়ে দিয়েছেন লিটন দাস তাওহিদ হৃদয়। এই দুইজনের ব্যাটে ভর করে চমৎকার জয় পেয়েছে রংপুর।

শুরুতে সুনীল নারিনকে হারানোর পর কিছুটা চাপে পড়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেখান থেকে দলের হাল ধরেছেন তাওহীদ হৃদয় এবং লিটন দাস। এদিন অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন লিটন, সেঞ্চুরি থেকে মাত্র ১৭ রান বাকি থাকতে আউট হয়েছেন তিনি। ১৪৫ স্ট্রাইক রেটে চার ছক্কা নয় চারে সাজানো ছিল লিটনের ৮৭ রানের ইনিংস টি।

অন্যদিকে ৬৪ রানে ইনিংস খেলেছেন তাওহীদ হৃদয়। মাত্র ৪৩ বলে তিনি খেলেছেন ৬৪ রানের দুর্দান্ত ইনিংস টি চার ছক্কা পাঁচ চারে সাজানো ছিল হৃদয়ের ৬৪ রানের ঝড়ো ইনিংস। এদিন ১৪৮ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন হৃদয়।

সবমিলিয়ে ছয় উইকেটের জয়ে এবারের বিপিএলের ফাইনালে উঠল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks