(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

বুমরার সমান ১৪ উইকেট নিয়েও কেন পার্পেল ক্যাপ পায়নি মুস্তাফিজ?

বুমরার সমান ১৪ উইকেট নিয়েও মোস্তাফিজ কেন পার্পল ক্যাপ পেলেন না আইপিএল ২০২৪ আসরে মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংস এর হয়ে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে শিকার করেছেন ১৪ উইকেট। মুস্তাফিজের সমান উইকেট পেতে জাস্প্রিত বুমরাহকে কে খেলতে হয়েছে আরো একটা ম্যাচ বেশি।

জাস্প্রিত বুমরাহ এখন পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে নয় ম্যাচ খেলে শিকার করেছেন ১৪ উইকেট স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগবে, মুস্তাফিজ ও বুমরাহ, সমান ১৪ টি করে উইকেট নিলেও কেন পার্পেল ক্যাপ মুস্তাফিজের মাথায় উঠেনি।

সেই প্রশ্নের উত্তর মিলেছে আইপিএলের এক পরিসংখ্যানে। যেখানে উল্লেখ করা আছে কিভাবে সেরা বোলার নির্বাচন করা হয়? কিভাবে পার্পেল ক্যাপ দেয়া হয়? মূলত যে জায়গাতে মোস্তাফিজুর রহমান আটকে গেছেন।

আইপিএলে বোলারদের পার্পল ক্যাপ জেতার প্রধান মানদণ্ড উইকেটসংখ্যা। একাধিক বোলার সমানসংখ্যক উইকেট পেলে ম্যাচ বা স্ট্রাইক রেট দেখা হয় না। বিবেচনায় নেওয়া হয় ইকোনমি, অর্থাৎ ওভারপ্রতি কে কেমন রান দিয়েছেন।

ঠিক এ জায়গাতেই বুমরার চেয়ে পিছিয়ে মোস্তাফিজ। মুম্বাইয়ের বুমরা এখন পর্যন্ত ৩৬ ওভার বল করে দিয়েছেন ২৩৯ রান, ওভারপ্রতি ৬.৬৩ করে। আর মোস্তাফিজ ৩০.২ ওভারে ২৯৬ রান দিয়েছেন ৯.৭৫ ইকোনমিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks