(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

হাথুরুর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিসিবি, সালাউদ্দিনকে কোচ করতে আপত্তি নেই পাপনের

বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তার মতে বিপিএলে বিদেশী ক্রিকেটারদের আসা যাওয়া সার্কাস এর মত। এছাড়াও হাথুরুসিংহে বলেছেন বিপিএল দেখতে বসলে মানের কমতির কারণে টিভি বন্ধ করে দেযন৷ হাথুরুসিংহের এমন বিতর্কিত মন্তব্যের পর এবার তাকে শোকজ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এদিকে হাত রুপের শোকজ করার দিন বাংলাদেশের হেড কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিনকে পছন্দের কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

বাংলাদেশ ক্রিকেটে অনেকদিন ধরেই পরিচিত মোহাম্মদ সালাউদ্দিন। দেশের সুনামধন্য এই কোচ কে জাতীয় দলের হেড কোচ হিসেবে দেখতে চাই অনেকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএলের ফাইনালে প্রথম দল হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স জায়গা করে নেওয়ার পর, মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশের হেড কোচ হওয়া নিয়ে আবারও প্রশ্ন উঠেছেন।

সেই প্রশ্নের জবাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, সালাউদ্দিনের মতো কোচদের পাওয়ার আশায় কোচ চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিবি। তবে সালাউদ্দিন আবেদন করেননি। সালাউদ্দিনের আগ্রহ থাকলে তাকে জাতীয় দলের দায়িত্ব দিতে কোনো আপত্তি নেই বিসিবির।

পাপন বলেন, ‘আমরা তো একবার বিজ্ঞাপন দিয়েছিলাম। এ কারণেই দিয়েছিলাম। আসলে কারা কারা আগ্রহী। আমার জানামতে, যাদের নাম মিডিয়াতে এসেছে তাদের সাথে আমরা অনেকবারই যোগাযোগ করেছি। তারা কোনো আগ্রহ প্রকাশ করেনি। আগ্রহী না হলে তো আনা যায় না। এজন্যই আমরা বিজ্ঞাপন দিয়েছিলাম। কারা আবেদন করেছে কারা করেনি, আপনারা জানেন।’

মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশের হেড হওয়ার জন্য আবেদন করেননি, যার জন্য বিসিবি তাকে সিলেক্ট করতে পারেনি। এমনটাই বলেছেন পাপন। তিনি জানিয়েছেন দেশের কোচ মোহাম্মদ সালাউদ্দিন সহ যারা আছেন, তারা যদি জাতীয় দলের কোচ হতে চাই তাহলে তাদের প্রধান্য দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks