(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

মেসির খবর : ইন্টার মায়ামিকে জিতিয়ে যে রেকর্ড গড়লেন মেসি

Lionel Messi has recorded 16 goal contributions in his first seven matches in 2024, the most by a player in their first seven games of a season in MLS history. যুক্তরাষ্ট্রের মেজর লীগ সরকারের প্রথম ফুটবলার হিসেবে লিওনেল মেসি বিশ্বরেকর্ড। আজ এমএলএস এর ম্যাচ ইন্টার মায়ামি মাঠে নেমেছিল নিউ ইংল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচে ইন্টার মায়ামি নিউ ইংল্যান্ড কে পরাজিত করেছে ৪-১ ব্যবধানে। দলের করা ৪ গোলের ৩টিতেই অবদান লিওনেল মেসির।

এই ম্যাচের সরাসরি তিন গোলে নিচের নাম যুক্ত করে দারুন এক রেকর্ডের নাম তুলেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টার এমএলএসের প্রথম এবং একমাত্র ফুটবল যিনি এক মৌসুমের প্রথম ৭ ম্যাচে অংশ নিয়ে ১৬ গোলে অবদান রেখেছেন ।

এর আগে যে রেকর্ডটি গড়েছিল থিওরি হেনরি তিনি করেছিলেন ১৩ গোল। প্রথম সাত ম্যাচে ১৩ গোল করে রেকর্ড বুকে নাম তুলেছিলেন এই তারকা। আর এবার সেই রেকর্ডটি ভেঙে দিলেন লিওনেল মেসি।

এমএলএস ম্যাচে ইন্টার মায়ামিকে জিতিয়ে তিন গোলে অবদান রাখার মধ্য দিয়ে, অনন্য বিশ্ব রেকর্ডটি করেছেন লিওনেল মেসি। প্রথম সাত ম্যাচে ১৬ গোলের রেকর্ড দেখে মুগ্ধ মেসিভক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks