(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

বিশ্বকাপ ২০২২ : আর্জেন্টিনা | যদি বলি আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে, তা হলে মিথ্যাচার – স্কালোনি।

World Cup Argentina : ২২ নভেম্বর বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেনটিনার যাত্রা শুরু করবে। তাদের অন্য দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড। ‘সি’ গ্রুপে আর্জেনটিনার কোচ স্কালোনি গ্রুপ পর্বে আসন্ন চ্যালেঞ্জের কথা মনে করিয়ে দিয়েছেন। তিনি বলেন, বিশ্বকাপ জিতবো বললে মিথ্যা বলা হবে।

তিন মাস পর ফুটবল বিশ্বকাপ শুরুর হতে যাচ্ছে কাতারে। তবে একে ঘিরে শুরু হয়েছে আলোচনা -জৌতিষী। আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনিও এবার সেই আলোচনায় শামিল হয়েছেন। কিন্তু লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়াদের নিয়ে কিছু বলতে নারাজ স্কালোনিও। তার হাত ধরেই ব্রাজিলকে হারিয়ে কোপার কাপ নিয়ে ছিল মেসিরা।

কোচ স্কালোনি বলেন যে মাঠে দলের সকলেই সর্বোচ্চ উজাড় করে খেলবে। খেলবে নিজেদের সেরা ছন্দে।তাই তিনি আরো বললেন, ‘আমাদের জাতীয় দল মাঠে নিজেদের ঘামের শেষ বিন্দু পর্যন্ত দিয়ে আসবে। মানুষ যেনো বুঝতে পারে এই দলটিই তাদের প্রতিনিধিত্ব করছে। ফলাফল যেকোনো কিছুই হতে পারে। তবে ভক্তরা যেনো বুঝতে পারে খেলোয়াড়রা শতভাগ দিয়েছে।’

স্কালোনি বলেন আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে; যদি আগে বলি তাহলে সেটি মিথ্যা বলা হবে। প্রত্যেক দলই নিজেদের সেরাটা দিয়ে লড়বে।এবারের বিশ্বকাপে দশটি দল শিরোপার জন্য লড়বে মারকুটেভাবে।তার মতে সবাই সবার সেরাটা দিবে। শিরোপা তার হাতেই উঠবে যেই দলের পারফরমেন্স ভাল।তিনি সংবাদমাধ্যমে বলেছেন, ‘এবার অন্তত দশটি দল রয়েছে যারা শিরোপার জন্য লড়বে। তারা সর্বোচ্চ পর্যায়ে ঝুঁকি নিতেও রাজি থাকবে। তাই আমি ম্যাচ ধরে ধরে এগোতে চাই। এখনই বিশ্বকাপ জিতবো বলে দিলে মিথ্যা বলা হবে। কারণ সবগুলো দল দুর্দান্ত। প্রতিপক্ষ যেমনই হোক, তারা লড়বে।’World Cup Argentina

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks