(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

জিম্বাবুয়ের বিপক্ষে খেলে বিশ্বকাপের প্রস্তুতি হবেনা বাংলাদেশের – সাকিব আল হাসান

চলছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচে জিতে সিরিজে ২-০ তে এগিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন সময়ে সাকিব আল হাসান খেলছে ডিপিএল ২০২৪ (ঢাকা প্রিমিয়ার লীগ) এ। সেখানে বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ নিয়ে কথা বলেছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার এর মতে জিম্বাবুয়ের বিপক্ষে ছেলে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হবে না।

সাকিব আল হাসানের মতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি হবে না। বিশ্বকাপের প্রস্তুতির জন্য বাংলাদেশ দলকে খেলতে হবে টি-টোয়েন্টি বিশ্বের পরাশক্তি দল গুলোর বিপক্ষে।

বিশ্বকাপের আগে টানা দুই ম্যাচ জয়ের পরও হাতাশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডার বলছেন- জিম্বাবুয়ে এবং যুক্তরাষ্ট্রের মতো তুলনামূলক দুর্বল দলের সঙ্গে জিতে আত্মবিশ্বাস তেমন পাওয়া যাবে না। তার চেয়ে ভারত-পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মতো ক্রিকেট পরাশক্তি দলগুলোর সঙ্গে খেলতে পারলে ভালো হতো। 

চলতি বছরের জুনে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ বিশ্ব ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেটের এই টুর্নামেন্ট কে সামনে রেখে বাংলাদেশ এরই মধ্যে চূড়ান্ত করেছে স্কোয়াড। যদিও এখনো ঘোষণা করা হয়নি, জিম্বাবুয়ের বিপক্ষে যে দলটা খেলছে আর বেশিরভাগ অংশের খেলোয়াড়কে দেখা যাবে বিশ্বকাপে।

তাই বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ দলের প্রস্তুতি হবে কিনা সেটা নিয়েই প্রশ্ন উঠেছে। আর এই প্রশ্নের জবাবে সাকিব বলেছেন, জিম্বাবুয়ের বিপক্ষে খেলে বাংলাদেশের বিশ্বকাপে প্রস্তুতি হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks