(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

SAFF U19 Women’s Championship final / বাংলাদেশ-ভারত ম্যাচে টস নিয়ে তুমুল দ্বন্দ্ব

SAFF U19 Women’s Championship final Between Bangladesh U19 Women vs India U19 Women. কমলাপুর স্টেডিয়ামে চলছিল সাফ অনূর্ধ্ব ১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১গোলে ড্র হয়েছে। প্রথমার্ধেক আটতম মিনিটের মাথায় গোল হজম করা বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী দল, সেই গোল পরিশোধ করে সময় ফিরে।

তো ৯০ মিনিটের খেলা এক এক গোলে ড্র হওয়ার পর, ম্যাচ গড়ায় টাইব্রেকারে আর সেই টাইব্রেকারে একে একে দুই দলের ফুটবলাররা শট নেন৷

সেই টাইব্রেকারে দুইজনের ১১ জন ফুটবলার শট নেন এবং গোল করেন, ম্যাচ যখন চলছিল একের পর এক টাইব্রেকারে, তখন এই ম্যাচের মীমাংসার জন্য ম্যাচ রেফারি, ও ম্যাচ কমিশনার টসের সিদ্ধান্ত নেন।

সেই টসে জিতে যায় ভারত এবং ভারতকে সেই সময়টাই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়, পরবর্তীতে এই ঘটনার প্রতিবাদ জানাই বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী ফুটবল দল এবং কোচিং স্টাফরা।

ততক্ষণে মাঠ ছেড়ে বিজয়ী উদযাপন করে বেরিয়ে পড়েছে ভারত ফুটবল দল । পরে বাংলাদেশের পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদ জানালে তাৎক্ষণিক ম্যাচ কমিশনার নিজের ভুল স্বীকার করে টসে সিদ্ধান্ত পরিবর্তন করেন। কারণ সাপের নিয়মে টসের কোন আইনে নেই।

পরে লম্বা সময় বাংলাদেশ ফুটবল দল মাঠে বসে ছিল তবে ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসছিল না ভারতীয় ফুটবল দল। ৩০ মিনিট সময় বেঁধে দিয়েছে ম্যাচ কমিশনার। এই সময়ের মধ্যে যদি ভারত ফুটবল দল মাঠে না আসে, তাহলে সাফ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে বাংলাদেশ দলকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks