(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Shakib KKR / সাকিবকে লিজেন্ড উপাধি দিয়ে যা বলল কলকাতা নাইট রাইডার্স

Kolkata Knight Riders wrote on their official Facebook page, “Guess what’s common between these legends?” That is, what is common or similar between these legends? They Wanted to know from Kolkata fans, this.. Basically Kolkata mean this legend played in Kolkata Knight Riders. Shakib KKR

আইপিএল ক্যারিয়ারের লম্বা সময় কলকাতা নাইট রাইডার্স এর দিয়ে খেলেছেন সাকিব আল হাসান। এরপর অবশ্যই সানরাইজার্স হায়দারাবাদেও খেলতে দেখা গেছে বিশ্বের সেরা অলরাউন্ডার কে। তবে সব শেষ কলকাতা নাইট রাইডার্স এর হয়ে খেলেছেন সাকিব। গত আইপিএলের সাকিব আল হাসানকে কলকাতা দলে নিলেও আইপিএল শুরুর আগ মুহূর্তে সাকিব নিজের নাম প্রত্যাহার করেছেন।

এবারের আইপিএল এ কলকাতা দলে নেই সাকিব কিন্তু সাকিব না থাকলেও, তাকে নিয়ে আলোচনা চলছে কলকাতা শিবিরে। ক্রিকেট বিশ্বের লিজেন্ড সাকিব আল হাসানকে নিয়ে একটি পোস্ট করেছে কলকাতা।

সেই পোস্টে আছে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, নিউজিল্যান্ডের টিম সাউদিও এবং বাংলাদেশের সাকিব আল হাসানের একটি সম্মিলিত ছবি পোস্ট করেছে কলকাতা।

কলকাতা নাইট রাইডার্স নিজেদের অফিশিয়াল ফেইসবুক পেজে লিখেছে, “Guess what’s common between these legends?” অর্থাৎ এই লিজেন্ডদের মধ্যে কোন জিনিশটা কমন বা মিল আছে? কলকাতা ভক্তদের কাছে জানতে চেয়েছেন, এটি.. মূলত কলকাতা বুঝাতে চেয়েছেন এই লিজেন্ডই কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks