(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

neymar mbappe penalty : এমবাপ্পের নোংরামি নিয়ে একি বললেন কোচ | খেলার খবর। Messi

PSG. neymar mbappe penalty. neymar mbappe penalty clash. Neymar Mbappe Messi psg. PSG vs Montpelier 5-2. Ligue 1 match. Mbappe Angry

মেসি-নেইমার-এমবাপ্পে কে প্রথম মৌসুমে একসুতোয় গাঁথাতে পারেননি মরিসিও পচেত্তিনো।তবে কাজটি করিয়ে দেখিয়েছন নতুন কোচ গালতিয়েরের। তারপরও নেইমারের সঙ্গে সম্পর্ক ভালো নেই এমবাপ্পের।তার মধ্যে আগুনে ঘিয়ের কাজ করল এমবাপ্পেকে নিয়ে এক ভক্তের সমালোচনা করা টুইটে ‘লাইক’ দিয়েছেন নেইমার। তবে কোচ গালতিয়েরের বলেছেন তাদের দুজনের সাথে সমাধানে বসবে কোচ।

চোটেঁর কারণে ক্লেরমোঁর বিপক্ষে লিগে প্রথম ম্যাচ খেলতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। দ্বিতীয় ম্যাচে মঁপেলিয়ের বিপক্ষে পিএসজি সহজ জয় পেলেও তাঁর পারফরম্যান্স ভক্তদের মন ভরাতে পারেনি। পেনাল্টি মিস করেছেন এমবাপ্পে ম্যাচটিতে। তবে ফরাসি এই স্ট্রাইকার একটি বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন।
ভিতিনিয়া এমবাপ্পেকে না দিয়ে লিওনেল মেসির দিকে বল বাড়ানোতে ক্ষোভে হাত ছুড়ে মাঝমাঠের একটু সামনে দাঁড়িয়ে যান এমবাপ্পে। পরে আর সেই আক্রমনে যাননি এমবাপ্পে। তিনি আক্রমনে যোগ দিলে আরো একটি গোল হতো। এটি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যায়।

পিএসজির নতুন কোচ ক্রিস্তফ গালতিয়ের এমবাপ্পের পাশে দাঁড়িয়েছেন এবং তা নিয়ে নিজের মতামত ও বলেছেন। পুরো ঘটনাকে স্বাভাবিকভাবেই দেখে বলেছেন, ‘এটা ভালো যে সে রাগ করেছে, এর মানে সে দলের ভালো-মন্দ চিন্তা করে।’এটাএমবাপ্পে জায়গা। তাঁকে অবশ্যই প্রতিক্রিয়া দেখাতে হবে, যেমনটা সে শুরু থেকে দেখিয়ে আসছে। কিন্তু তাঁর কারও কাছে প্রমাণের কিছু নেই।’ এমনটাই বলে কোচ ক্রিস্তফ গালতিয়ের এমবাপ্পের বিষয়ে কথা বললেন।

পিএসজি কোচের পর এবার এমবাপ্পের পাশে দড়ালেন তাঁর স্বদেশি সাবেক বিশ্বকাপজয়ী তারকা থিয়েরি অঁরিকে। তিনি বিভিন্ন ওয়েবসাইটে এমবাপেকে নিয়ে বলেছেন, ‘এটা তাঁর জায়গা। তাঁকে অবশ্যই প্রতিক্রিয়া দেখাতে হবে, যেমনটা সে শুরু থেকে দেখিয়ে আসছে। কিন্তু তাঁর কারও কাছে প্রমাণের কিছু নেই।’ এমনটাই দুই কোচ কিছুটা হলেও ক্ষেপেছেন এমবাপ্পের উপরে। তাই তো এমবাপ্পের জায়গা নিয়ে এ আলোচনা করলেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks