(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

মুস্তাফিজের এক ওভার ও এক ক্যাচ হারিয়ে দিয়েছে মুম্বাইকে! এ’কি বলল হার্দিক পান্ডিয়া

IPL 2024 : MI vs CSK Match 2024 / আইপিএলের চেন্নাই সুপার কিংসের কাছে ২০ রানে পরাজিত হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই কি পরাজিত করে চলমান আইপিএল এ নিজেদের চতুর্থ জয়ের দেখা পেয়েছে চেন্নাই। মোস্তাফিজুর রহমানের এক ওভার ও মুস্তাফিজের এক ক্যাচ টার্নিং পয়েন্ট বলে মনে করছেন হার্দিক পান্ডিয়া।

ম্যাচের ইশান কাষিনের আউটের পর সুরিয়াকুমার ইয়াদাব ব্যাটিংয়ে নামেন, এ সময় মুম্বাই ইন্ডিয়ান্সের ভক্তরা স্বপ্ন দেখতে শুরু করেছিল, কিন্তু মাথিশা পাথিরানার বলে সজরে ছক্কা হাকাতে গিয়ে মোস্তাফিজের হাতে ক্যাচ দিয়ে ফের সুরিয়াকুমার।

মুস্তাফিজের ক্যাচটি ছিল দুর্দান্ত। শুরুতে শূন্যে ভেসে বলটি তালু বন্দি করেছিলেন মুস্তাফিজুর রহমান। কিন্তু নিজের গায়ের ভারসাম্য ধরে রাখতে না পারায় বলটি বাউন্ডারির ভেতরে ছেড়ে দিয়ে নিজের লাফিয়ে পড়েন বাউন্ডারির বাহিরে, এরপর বাউন্ডারির বাহির থেকে আবারও ভিতরে এসে শুন্যে ভাসতে থাকা বলতে ধরে নিয়েছেন ফিজ।

ম্যাচে সুরিয়াকুমার যাদবের উইকেটটি ছিল চেন্নাই সুপার কিংসের জয়ের পথে টার্নিং পয়েন্ট। না ধরতে পারলে চেন্নাই সুপার কিংসের জন্য বেশ কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াতো।

এরপর ইনিংসের ১৯তম ওভারে বোলিং করতে এসে মোস্তাফিজুর রহমান গেইম চেঞ্জিং ওভার করেছেন। সেই ওভারে রোহিত শর্মার বিপক্ষে কেবলমাত্র ১৩ রান দিয়ে বোলিং শেষ করেছেন মুস্তাফিজুর রহমান। তখন চেন্নাই সুপার কিংসের জয়ের জন্য দরকার ছিল ৪১ রান।

অথচ ছয় বলে মাত্র ১৩ রান দিয়ে মুম্বাই ইন্ডিয়ানস কে চাপে ফেলে দিয়ে চেন্নাই সুপার কিংস কে এগিয়ে নিয়েছেন ফিজ। ম্যাচে এটিও ছিল একটা টার্নিং পয়েন্ট।

ম্যাচের পর তাই হার্দিক পান্ডিয়া মুস্তাফিজুর রহমানের এক ক্যাচ ও শেষ ওভার কে চেনের জয় ও মুম্বাইয়ের হাড়ের জন্য দায়ী করছেন। হার্দিক পান্ডিয়ার মতে, যেতে পারে চেন্নাইয়ের বলারা পিচের সুবিধা পেয়েছে সেটা কাজে লাগিয়েছে। এছাড়াও বেশ কিছু ভালো ক্যাচ ধরেছে চেন্নাইয়ের ফিল্ডারা। যেটা মুম্বাইকে হাড়ের দিকে ঠেলে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks