(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

মুস্তাফিজের ক্যাচ দেখে মুগ্ধ গাভাস্কার। করলেন ফিজের প্রশংসা

IPL 2024 : MI vs CSK | Mustafiz catch vs mi ipl 2024 / মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের চমৎকার এক ক্যাচ। ধরেছেন মুস্তাফিজুর রহমান যেটাকে চেন্নাই সুপার কিংসের জয়ের জন্য টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হয়। ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং ইনিংসের শুরুর অংশে সুরিয়াকুমার যাদবের ক্যাচটি ধরেছেন ফিজ। মুস্তাফিজুর রহমানের ক্যাচ এর প্রশংসা করেছেন ভারতীয় ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার।

ম্যাচের শুরুর অংশে সুরিয়াকুমার যাদেবের ক্যাচটি ধরতে পারলে চেন্নাই সুপার কিংস এর জয়টা এত সহজে আসতো না। তাই ফিজের এই ক্যাচকে বলে ম্যাচের চেন্নাইয়ের জয়ের টার্নিং পয়েন্ট।

মাথিশা পাথিরানার বলে ছক্কা হাঁটাতে গিয়ে বাউন্ডারিতে মোস্তাফিজুর রহমানের হাতে ক্যাচ দিয়ে ফিরেন ভারতীয় ব্যাটসম্যান সুরিয়াকুমার। তার ক্যাচটি প্রথমে এক হাত দিয়ে ধরেন মুস্তাফিজ, এরপর শরীরের নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য বাউন্ডারির বাহিরে গিয়ে পা দেন মুস্তাফিজ। ততক্ষণে বলটি বাউন্ডারির ভিতরে শূন্যে ভাসিয়ে দিয়েছেন ফিজ। আর সেই বল আবারো বাউন্ডারির ভিতরে এসে তালু বন্দি করেছেন মুস্তাফিজ।

মুস্তাফিজের এই ক্যাশ মুগ্ধ করেছে মুম্বাইয়ের স্টেডিয়ামের হাজার দর্শককে। এভাবেও ক্যাচ ধরা যায় সেটা নিয়ে স্তব্ধতা প্রকাশ করেছে সবাই। শুধু মোস্তাফিজের ক্যাচ নিয়ে দর্শকরা নয়, প্রশংসা করেছেন ভারতীয় ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার।

মুস্তাফিজের চোখ ধাঁধানো এই কাজ দেখে সুনীল গাভাস্কার এক কথায় বলেছেন ‘টারিফিক’ অর্থাৎ পেজের কাজটিকে ভয়ঙ্কর বলে আখ্যা দিয়েছেন সুনীল গাভাস্কার। চেন্নাই সুপার কিংসের জয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বল হাতে কিছুটা খরচে হলেও উইকেটের দেখা পেয়েছেন মুস্তাফিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks