(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

IPL Mega Auction 2022 | Shakib Al Hasan | Sunrisers Hyderabad | সাকিবকে দলে নিতে মরিয়া সানরাইজার্স হায়দ্রাবাদ!

The mega auction of IPL is going to be held on 12th and 13th February. This mega auction will be held in Bangalore, India. Five cricketers from Bangladesh have been named in the final list of the upcoming IPL mega auction.

আগামী ১২ এবং ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএলের মেগা নিলাম। ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে এই মেগা নিলাম। আসন্ন আইপিএলের মেগা নিলামের চূড়ান্ত তালিকায় নাম রয়েছে বাংলাদেশ থেকে ৫ জন ক্রিকেটারের। তারা হলেন – সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। ২০২২ আইপিএলের মেগা নিলাম থেকে সাকিব আল হাসানকে দলে ভেড়াতে আগ্রহী সানরাইজার্স হায়দ্রাবাদ।

২০২১ আইপিএলের আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। তবে আসর শেষে সাকিবকে ছেড়ে দিয়েছে কলকাতা। তবে কলকাতা ছেড়ে দিলেও আইপিএলের এবারের আসরের নিলাম থেকে সাকিব আল হাসানকে দলে নিতে মরিয়া হয়ে থাকবে সানরাইজার্স হায়দ্রাবাদ।

২০২২ আইপিএলের মেগা নিলামের আগে ৩ জন খেলোয়াড়কে রিটেইন করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। যে তিনজন খেলোয়াড়কে সানরাইজার্স হায়দ্রাবাদ ধরে রেখেছে তারা হলেন— নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন অন্যদুইজন হলেন ভারতের আব্দুল সামাদ ও উমরান মালিক।

এমন অবস্থায় নিসঃসন্দেহে সানরাইজার্স হায়দ্রাবাদ একজন পরিপূর্ণ অলরাউন্ডারের প্রয়োজন অনুভব করছে তাদের দলে। ২০১৮-১৯ আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলছিলেন সাকিব আল হাসান। সেবার ব্যাট এবং বল হাতে হায়দ্রাবাদ দলে আলো ছড়িয়েছেন সাকিব আল হাসান। তাই এবারো সানরাইজার্স হায়দ্রাবাদের নজর রয়েছে সাকিব আল হাসানের উপর।

এছাড়াও সানরাইজার্স হায়দ্রাবাদ দলে নেই দুই কার্যকরী স্পিনার রশিদ খান ও মোহাম্মদ নবি। ইতিমধ্যে আইপিএলের নতুন দল টিম আহমেদাবাদে যোগ দিয়েছেন রশিদ খান। অন্যদিকে মোহাম্মদ নবিকে ছেড়ে দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। বল হাতে সাকিব কতটা বিধ্বংসী হয়ে উঠতে পারে তা সকলেরই জানা। সানরাইজার্স দলে একজন কার্যকারী স্পিনারের অভাব পূরণ করবে সাকিব আল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks