(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ / ভারতকে বাড়তি সুবিধা দিয়ে গিয়ে, বাংলাদেশের সাথে অন্যায় করল আইসিসি!

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ / আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪ এর চূড়ান্ত সময়সূচী ও গ্রুপ জানিয়েছে আইসিসি সেখানে ডি গ্রুপে পড়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের ডি গ্রুপে বাংলাদেশের ওপর চার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা শ্রীলংকা, নেদারল্যান্ডস ও নেপাল। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ শুরু হবে সাত জুন থেকে।

এদিকে বিশ্বকাপের ড্র ঘোষণা পর আইসিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। ভারত ও পাকিস্তানকে বাড়তি সুবিধা দিতে, ‘ডি’ গ্রুপের দল গুলোর উপর জুলুম করেছে আইসিসি এমন অভিযোগ উঠেছেসের বিরুদ্ধে।

এ গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান। এই দুই দলের ম্যাচগুলো এক দেশে রেখেছেন আইসিসি। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ভারত পাকিস্তানের গ্রুপ পর্বের ম্যাচগুলো। এক দেশে থেকেই ভ্রমণ ক্লান্তি ছাড়াই গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলতে পারবে ভারত পাকিস্তান।

অন্যদিকে বি ও সি গ্রুপে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড নিউজিল্যান্ডের মতো দলগুলোর রেখে ওয়েস্ট ইন্ডিজে ম্যাচগুলো রেখেছে আইসিসি। অর্থাৎ বড় দলের প্রত্যেকটি ম্যাচে অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে।

ডি গ্রুপে পড়েছে বাংলাদেশ, বাংলাদেশের ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে দুটি দেশে। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের দুই দেশেই খেলতে হবে টাইগারদের। ভ্রমণ ক্লান্তি নিয়েই মাঠে নামতে হবে বাংলাদেশ দলকে। ৯ দিনের মধ্যে গ্রুপ পর্বের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশের। যেখানে কখনো ওয়েস্ট ইন্ডিজ কখনো যুক্তরাষ্ট্রে খেলতে হবে টাইগারদের।

বড় দল গুলোকে বাড়তি সুবিধা দিতে বাংলাদেশ শ্রীলংকার মতো দলগুলোর উপর জুলুম করেছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি প্রকাশের পর বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার বিরুদ্ধে আরো একবার এমন অভিযোগ তুলেছে ভক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks