(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ক্রিকেট নিউজ / ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের বেশি উত্তেজনাপূর্ন হবে বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪ আসরকে সামনে রেখে বিশ্বকাপের সময়সূচি ঘোষণা করেছে আইসিসি। কখন শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কখন বা ভারত পাকিস্তান ম্যাচ? টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কখন? এমন সব প্রশ্নের উত্তর মিলিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

বিশ্বকাপের গ্রুপপর্বের ড্র ঘোষণা করার পর আইসিসি জানিয়েছে, কখন শুরু হবে ২০ দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টটি? কে কার মুখোমুখি? গ্রুপ পর্বে বাংলাদেশ পড়েছে ডি গ্রুপে। সেখানে বাংলাদেশের অপর্চার প্রতিপক্ষ শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপাল।

অন্যদিকে ভারত ও পাকিস্তান পড়েছে এ গ্রুপে। গ্রুপপর্বে ভারত পাকিস্তান লড়াই দেখার সৌভাগ্য হয়েছে ক্রিকেট ভক্তদের। ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৯ জুন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারের আসরেও বরাবরের মতো দুটি ম্যাচ নিয়ে বাড়তি উত্তেজনা থাকবে এশিয়ান ক্রিকেট ভক্তদের মাঝে। যার একটি হল ভারত পাকিস্তান ম্যাচ। অপরটি হলো বাংলাদেশ শ্রীলংকা ম্যাচ।

কখনো কখনো ভারত পাকিস্তান ম্যাচের থেকেও প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে থাকে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। যেখানে ভারত পাকিস্তান ম্যাচ থেকেও বেশি উত্তেজনরা ছড়ায়। সব শেষ যেমনটা গত ওয়ানডে বিশ্বকাপে দেখা গিয়েছিল। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নিশ্চিত করেছে বাংলাদেশ।

কোন দিকে ভারত পাকিস্তানের লড়াইটি হয়েছে একপেশে ভারতের বিপক্ষে ৭ উইকেটে উড়ে গেছে পাকিস্তান। দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের মতো হয়নি।ভারতের বিপক্ষে সম্প্রতির সময়ে পাত্তাই পায়না পাকিস্তান ক্রিকেট দল। তাই এই দুই চির প্রতিদ্বন্দ্বের মুখোমুখি লড়াই অর্থাৎ মাঠের ক্রিকেটে খুব বেশি উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখা যায় না। যেটা বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে দেখা যায়।

তাই বলা হচ্ছে এবারের বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের উত্তেজনা ছাড়িয়ে যাবে ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনাকে। আগামী সাত জুন নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। সেই মাছটির মধ্য দিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks