(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

FIFA World Cup Draw 2022 : Brazil Argentina! বিশ্বকাপের ড্র। কে কার মুখামুখি? জানুন।

শুক্রবার দোহা এক্সিবিশন এন্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ২০২২ ফিফা কাতার বিশ্বকাপের আটটি গ্রুপ চূড়ান্ত হয়েছে। সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও জার্মানি পরেছে একই গ্রুপে। আগেই ঠিক করা ছিল স্বাগতিক কাতার হবে ‘এ’ গ্রুপের এক নম্বর দল। এরপর লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে কোন গ্রুপে পড়বে কোন দেশ। FIFA World Cup 2022

৩২ দলের মধ্যে স্বাগতিক কাতারসহ ২৯ নিশ্চিত হয়ে গেছে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারের মুখোমুখি হবে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর। নিয়ম অনুযায়ী এক গ্রুপে একই মহাদেশের একাধিক দল নেই। ব্যতিক্রম কেবল ইউরোপ।

মার্চের ফিফা র‍্যাংকিং অনুযায়ী ড্রয়ের জন্য চারটি পট-এ রাখা হয়। স্বাগতিক কাতারের সাথে র‍্যাংকিংয়ে শীর্ষে সাতটি দল রাখা হয় পট- এ। র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা পরের আটটি দল পট-২ এ, পরের আটটি দল পট-৩ এ।

ড্রয়ে যে তিনটি স্লট খালি আছে সেগুলো নির্ধারিত হবে দুটি আন্তঃমহাদেশীয় প্লে-অফের জয়ী এবং ইউরোপিয়ান প্লে-অফের জয়ী দল নিয়ে।

গ্রুপ এ – কাতার, ইকুয়েডর, সেনেগাল, নেদারল্যান্ডস।
গ্রুপ বি – ইংল্যান্ড, ইরান, যুক্তরাষ্ট্র, ইউরোপ প্লে-অফ।
গ্রুপ সি – আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড।
গ্রুপ ডি – ফ্রান্স , আন্তঃমহাদেশীয় প্লে -অফ ১, ডেনমার্ক, তিউনিসিয়া।
গ্রুপ ই – স্পেন, আন্তঃমহাদেশীয় প্লে-অফ ২, জার্মানি, জাপান।
গ্রুপ এফ – বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া।
গ্রুপ জি – ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্যামেরুন। গ্রুপ এইচ – পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া।

FIFA World Cup 2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks