(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Bangladesh vs South Africa Test | দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের তিন রেকর্ড!

Even a few days ago, whether in the country or abroad, the format that was the biggest regret for Bangladesh cricket, Bangladesh is slowly turning around in that format.

কিছুদিন আগেও দেশে হোক কিংবা দেশের বাইরে হোক যে ফরম্যাটটি ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য সবচেয়ে বড় আক্ষেপের নাম সেই ফরম্যাটেই ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। দিন যত যাচ্ছে টেস্ট ক্রিকেটে পরিণত হচ্ছে বাংলাদেশ। তারই এক ঝলক দেখা গেল কিংসমিডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে।

প্রথমে ব্যাট করা দক্ষিণ আফ্রিকার করা ৩৬৭ রানের বিপরীতে ব্যাট করতে নেমে যখন সকল ব্যাটাররা প্যাভিলিয়নের পথ বেছে নিয়েছেন তখন ব্যতিক্রম ছিলেন মাত্র তৃতীয় টেস্ট খেলা মাহমুদুল হাসান জয়। ব্যাট হাতে অনবদ্য ছিলেন মাহমুদুল হাসান জয়। ব্যাটিংয়ে নেমে গড়েছেন তিন রেকর্ড।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের অধিকারী বর্তমানে মাহমুদুল হাসান জয়। ৬ ঘন্টার উপরে ব্যাট হাতে ক্রিজে টিকে থেকে ৩২৬ বল মোকাবিলায় ২ ছয় ১৫ চারে ১৩৭ রান করেছেন জয় যা কোনো বাংলাদেশি ক্রিকেটারের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রান। এর আগে বাংলাদেশিদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক ছিলেন অধিনায়ক মমিনুল হক। তার রান ছিল ৭৭।

এছাড়াও প্রথম এশিয়ান ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে ২০০ এর অধিক বল মোকাবিলা করার কীর্তি গড়েছেন মাহমুদুল হাসান জয়।

অন্যদিকে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। এর আগে টাইগার কোনো ব্যাটার টেস্টে সেঞ্চুরি তুলে নিতে পারেনি প্রোটিয়াদের বিপক্ষে।

উল্লেখ্য, প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৯৮ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ফলে দক্ষিণ আফ্রিকা লিড পায় ৬৯ রানের। ফলে তৃতীয় দিনের শেষ সেশনে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks