(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

How to watch FIFA World Cup Draw Live : বিশ্বকাপের ড্র লাইভ দেখা যাবে যেভাবে! জানুন

আজ ১ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপের ড্র। বিশ্বকাপের মূলপর্বে এরই মধ্যে নিশ্চিত করেছে ২৯ টি দল বাকি তিনজন নিশ্চিত হবে আগামী জুনে। কাতারের দোহা তে আগামীকাল অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ড্র। তখনই জানা যাবে কে কার মুখোমুখি। কার গ্রুপ সবচেয়ে কঠিন? মৃত্যুকুপ কোন গ্রুপ? ব্রাজিল আর্জেন্টিনার প্রতিপক্ষ জানতে ভক্তদের চোখ রাখতে হবে আগামীকাল কাতারের দোহার দিকে। যেখানে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠান।

বিশ্বকাপ বাছাইপর্বের ড্রয়ের জন্য দল গুলোকে ৮ টি পাত্রে বিভক্ত করেছে ফিফা। বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করা দলগুলোর মধ্যে ফিফা র‍্যাংকিংয়ে শীর্ষ ৮  দল থাকবে পট বা পাত্র ওয়ানে (Pot-1)।

জার্মানির নেদারল্যান্ডস নেই পট ১ এ। আছে ব্রাজিল আর্জেন্টিনার পর্তুগাল ফ্রান্সসহ আরো চার দল। সেই ক্ষেত্রে বিশ্বকাপের এবারের আসরের গ্রুপ পর্বে ব্রাজিল অথবা আর্জেন্টিনা সঙ্গে দেখা হয়ে যেতে পারে জার্মানি কিংবা নেদারল্যান্ডের মত ফুটবল পরাশক্তিদের গুলোর

এদিকে বিশ্বকাপের ড্রয়ের পট ১ এ আছে, কাতার, বেলজিয়াম, ব্রাজিল, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল।

এদিকে ফিফা বিশ্বকাপের ড্র লাইভ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছে বিশ্ব ফুটবলের কোটি ভক্ত। সেই সমস্ত ভক্ত-সমর্থকদের জন্য আসলে বড় সুখবর। বিশ্বকাপের ড্র অনুষ্ঠানটি লাইভ দেখতে পারবে ভক্তরা। সেই ক্ষেত্রে ভক্তদের চোখ রাখতে হবে ফিফার অফিশিয়াল ওয়েবসাইটে।

এছাড়াও ভারতের অনলাইন প্লাটফর্ম JioTv App ও দেখা যাবে বিশ্বকাপ ড্র অনুষ্ঠান।

এখন পর্যন্ত বিশ্বকাপে জায়গা পাওয়া ২৯ দল

কাতার, জার্মানি, ডেনমার্ক, ব্রাজিল, ফ্রান্স, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, স্পেন, সার্বিয়া, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, আর্জেন্টিনা, ইরান, দক্ষিণ কোরিয়া, জাপান, সৌদি আরব, ইকুয়েডর, উরুগুয়ে, কানাডা, ঘানা, সেনেগাল, পর্তুগাল, পোল্যান্ড, মরক্কো, তিউনিসিয়া, ক্যামেরুন।

FIFA World Cup Draw 2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks