(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

bd cricket news / নেইমারের মত একই ইনজুরি এবাদতের। নেইমার মিস করবে কোপা আমেরিকা, এবাদত মিস করবে টি-টোয়েন্টি বিশ্বকাপ

Ebadat Hossain ACL injury, like neymar jr anterior cruciate ligament injury. / ইনজুরির কারণে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন এবাদত হোসেন। ২০২৩ এশিয়া কাপের আগ মুহূর্তে ইনজুরিতে পড়েন বাংলাদেশের পেস ডিপার্টমেন্টের অন্যতম সেরা পেসার।

সেই ইনজুরি তাকে বাদ দিয়েছে বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াড থেকে। সে সময় সাকিব আল হাসান ইবাদতকে মিস করার কথা জানিয়েছিলেন। ইবাদত খেলতে পারেনি ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ আসর।

ঠিক সে সময়টাই হাঁটুর অস্ত্র প্রচার করানো হয়েছে বাংলাদেশে এই পেসারের। হাঁটুর অস্ত্রোপচারের পর এবাদত হোসেন আছেন পুনর্বাসন প্রক্রিয়ায়। ধারণা করা হচ্ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফিরবেন তিনি।

কিন্তু ভাগ্যের করুন পরিণতি, এবাদত হোসেনকে বাংলাদেশ ক্রিকেট দল পাচ্ছে না আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও। ২০২৪ সালে যে টি-টোয়েন্টি বিশ্বকাপে বসতে যাচ্ছে সেখানটাই দেখা যাবে না এবাদত হোসেনকে।

এশিয়া কাপ, এরপর বিশ্বকাপের, সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয়েছে এবাদত হোসেনকে। এবাদত হোসেনের ভাগ্যটা অবশ্যই ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র এর ভাগ্যের মতো।

একই ইনজুরির কারণে হাঁটুতে অস্ত্র প্রচার করানো হয়েছে নেইমার জুনিয়রের এবাদত যেমন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ মিস করবেন, নেইমার জুনিয়র মিস করবেন ২০২৪ সালের কোপা আমেরিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks