(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

CBF FIFA : May suspend Brazil / ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছেন ব্রাজিল জাতীয় ফুটবল দল।

CBF FIFA : May suspend Brazil national football team ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছেন ব্রাজিল জাতীয় ফুটবল দল। ব্রাজিল ফুটবল কনফিডারেশনকে নিষিদ্ধ করার হুমকি দিয়ে ফিফা। CBF প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজের বহিষ্কারের ঘটনায় চরম ক্ষুব্ধ ফিফা ব্রাজিলকে সব ধরনের আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করার হুমকি দিয়েছে।

গত ৭ ডিসেম্বর ব্রাজিলের রিউ দি জেনেরোর এক বিচারিক আদালতের রায় বহিষ্কার হোন ব্রাজিল ফুটবলের প্রধান এদনালদো রদ্রিগেজ, পর থেকেই ফিফার চোখ রাঙাড়ী শুরু।

রিউ দি জেনেরোর বিচারিক আদালতে বরখাস্ত হওয়ার পর এডনালদো রদ্রিগেস আপিল করেছিল, সেই আপিলেও আদালতের রায় বহাল রয়েছে। এরপর নড়েচড়ে বসেছে ফিফা।

ফিফা জানিয়ে দিয়েছে ব্রাজিল ফুটবলে এই অবস্থা চলতে থাকলে কিংবা সঠিক উপায়ে সিবিএফ যদি সমস্যার সমাধান না করে তবে নিষিদ্ধ হবে ব্রাজিল ফুটবল দল।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ব্রাজিল ফুটবল দলের পাশাপাশি নিষিদ্ধ হবে ব্রাজিলের ক্লাবগুলো। ব্রাজিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটাই মূলত নিষিদ্ধ হবে ফিফার কাছে। সেই ক্ষেত্রে নেইমাররা অংশ নিতে পারবে না পার কোন আন্তর্জাতিক প্রতিযোগিতায়। কিংবা ব্রাজিলের ক্লাবগুলো অংশ নিতে পারবে না আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোতে।

এমনিতেই দুরবস্থার মধ্য দিয়ে যাচ্ছে ব্রাজিল, এর মাঝে নেই কোন স্থায়ী কোচ। বিশ্বকাপ বাছাইপর্বে টানা হারে পয়েন্ট টেবিল এ সপ্তম স্থানে আছে ব্রাজিল। এতসব ঝামেলার মাঝে ফিফার নিষেধাজ্ঞার শঙ্কা নতুন করে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks