(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

dorival junior | জানা গেল ব্রাজিলের নতুন কোচের নাম।

ব্রাজিল জাতীয় ফুটবল দলের নতুন কোচ কে? ব্রাজিলের নতুন কোচ নিয়ে এমন প্রশ্ন অনেকদিন ধরে। ২০২২ সালে কাতার বিশ্বকাপের পর ব্রাজিল দলের দায়িত্ব ছেড়েছেন তিতে । এরপর কার্লো আনচেলেত্তির জন্য অপেক্ষায় ছিল ব্রাজিল। কিন্তু কার্লো আনচেলেত্তি রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করার পর নতুন কোচ নিয়োগের কাজ শুরু করেছে সিবিএফ। সেটা থেকে এবার ব্রাজিল নিয়োগ দিয়েছেন নতুন কোচ। ব্রাজিলের নতুন কোচ হলেন dorival junior.

গত কদিন ধরে চলছিল গুঞ্জন সেই গুঞ্জন টি এবার সত্যি হয়েছে। ব্রাজিলের নতুন কোচ হওয়ার পথে dorival junior এর সামনে একটা বাধা ছিল তার বর্তমান ক্লাব সাউপাওলোর সঙ্গে চুক্তি। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তির মেয়াদ ছিল তার। সেই সময়টাই ক্লাবটি রেখে দিতে চেয়েছিল এই কোচকে।

কিন্তু আলোচনার মধ্য দিয়ে ব্রাজিলের ক্লাবটির সঙ্গে মীমাংসায় পৌঁছেছেন dorival junior। যার মধ্য দিয়ে নিশ্চিত হয়েছে ব্রাজিলের পরবর্তী কোচের নাম। dorival junior কে রিলিজ করে দিয়েছে সাউপাওলো। যার ফলে বাধা কেটে গেছে। ব্রাজিলের জন্য এখন dorival junior এর সামনে আর কোন বাধা নেই।

কনফেডারেশন অফ ব্রাজিল ফুটবল সিবিএফ দু একদিনের মধ্যেই ঘোষণা দিবেন নিজেদের নতুন কোচের নাম। dorival junior ই ব্রাজিলের নতুন কোচ। ব্রাজিলের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর এমনটা।

dorival junior ছাড়াও ব্রাজিল দলের কোচ হওয়ার দৌড়েছিলেন আরও তিনজন। জর্জ জেসুস, আবেল পেরারা, ও ফার্নান্দো দিনিজ। কিন্তু এই তিনজনকে বাদ দিয়ে গত কিছুদিন dorival junior এর নামটাই বেশি শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত dorival junior ই হলো নেইমারদের নতুন কোচ।

৬১ বছর বয়সী এই কোচের ব্রাজিলের ক্লাব ফুটবলের লম্বা সময় কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। কোচিং ক্যারিয়ারে বেশ সফলতা রয়েছে dorival junior এর। যা ব্রাজিল জাতীয় দলে কাজে লাগবে তার।

খেলোয়ারি জীবনে ব্রাজিল জাতীয় দলের হয়ে ডিফেন্স মিডফিল্ডার হিসেবে খেলেছিলেন dorival junior। এরপর কোচিংয়ে আসেন তিনি এ সময় দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ প্রতিযোগিতাসহ ক্লাব ফুটবলে বহু শিরোপা জিতেছেন ৬১ বছর বয়সেই এই কোচ।

নেইমারদের কোচ হয়ে সফলতা পাবেন বলে dorival junior কে আশায় বুক বাঁধতে শুরু করেছে ব্রাজিল ভক্তরা। ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে ভালো অবস্থানে নেই ব্রাজিল। ষষ্ঠ স্থানে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নতুন কোচ নিয়োগের মধ্য দিয়ে এই জায়গা থেকে উত্তরণের চেষ্টা করবে ব্রাজিল ।

এছাড়ো ২০২৪ কোপা আমেরিকা জয়ের লক্ষ্যে নতুন কোচ কে নিয়ে কাজ শুরু করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ফুটবল ইতিহাসের সবচেয়ে সফলতম দল ব্রাজিলের লক্ষ্য এখন আগামী কোপা আমেরিকা জয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks