(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Ballon d’Or 2022 Karim Benzema : মেসি-রোনালদোকে ছাড়িয়ে ২০২২ ব্যালন ডি’অর জিতলেন মেসি।

Ballon d’Or 2022. Karim Benzema : মেসি রোনালদোকে ছাড়িয়ে ২০২২ সালে অদম্য পারফরম্যান্স করে দীর্ঘ আক্ষেপ ঘুচিয়ে এবার ব্যালন ডি’অর নিজের করে নিলেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা করিম বেঞ্জেমা। ২০২২ সালের ব্যালন ডি’অর জিতে নিলেন বেঞ্জেমা।

ফ্রান্সের রাজধানী প্যারিসে জমাকালো এক আয়োজনের মধ্য দিয়ে ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ এর পুরষ্কার ব্যালন ডি’অর ২০২২ তুলে দেওয়া হয় করিম বেঞ্জেমার হাতে।

২১/২১ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে মোট ৪৬ টি গোল করার পাশাপাশি ৪৪ টি গোলে অবদান রেখেছিলেন করিম বেঞ্জেমা। লা লিগায় ৩২ ম্যাচে ২৭ এবং চ্যাম্পিয়নস লিগে ১২ ম্যাচে করেছিলেন ১৫ গোল।

দীর্ঘ দুই যুগ পর ফ্রান্সের কোনো খেলোয়াড় ব্যালন ডি’অর জিতলেন। সবশেষ ১৯৯৮ সালে ফ্রান্সের হয়ে ব্যালন ডি’অর জিতেছিলেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানে। Ballon d’Or 2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks