(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

বাংলাদেশ ক্রিকেটঃ বাংলাদেশকে হারিয়ে আত্মবিশ্বাস পেয়েছে স্কটল্যান্ড!! ক্রিকেট নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল | বাংলাদেশ ক্রিকেট | সাকিব আল হাসান | বাংলাদেশ বনাম স্কটল্যান্ড | ক্রিকেট নিউজ | টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ | টি-টোয়েন্টি বিশ্বকাপ |

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলায় যাদের একসময় ছিল স্বপ্নের মতো সেই স্কটল্যান্ড বাঘা বাঘা দলগুলোকে হারিয়ে পুরো ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরে স্কটিশদের কাছে হারের তেতো স্বাদ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। উইন্ডিজদের হারিয়ে নিজেদের আত্মবিশ্বাসের কথা জানাতে গিয়ে বাংলাদেশকে হারানোর স্মৃতি টেনে আনেন অধিনায়ক রিচি বেরিংটন। বেরিংটন জানিয়েছেন, বাংলাদেশকে হারানোর পরই তার দল প্রবল আত্মবিশ্বাস পেয়েছে।

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার জন্য প্রথম পর্ব খেলতে হয়েছিল বাংলাদেশকে। সে সময় প্রথম পর্বের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৬ রানের লজ্জার পরাজয় বরণ করে নিয়েছিল বাংলাদেশ। সেই জয়ের মাধ্যমেই স্কটিশদের শুভ সূচনা হয়েছে বলে মনে করেন অধিনায়ক বেরিংটন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে পেরে আমরা খুশি। গত বছরের বিশ্বকাপের অনেক স্মৃতি আছে। আমরা আনাদের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়েছিলাম এবং সেই ম্যাচ থেকেই আত্মবিশ্বাস পেয়েছি।

গতবছর বাংলাদেশকে হারানোর পর গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলেভে উত্তীর্ণ হয়েছিল স্কটল্যান্ড। এবারও সেই স্বপ্নই বুনছে স্কটল্যান্ড। এ প্রসঙ্গে স্কটিশ অধিনায়ক বলেন,

“সেই জয়ের পর বিশ্বাস জন্মেছে (বাংলাদেশের বিপক্ষের জয়)। আমরা ভালো লড়াই করতে পারি। ভালো দলের বিপক্ষে আমাদের ভালো খেলতে হবে তা জানতাম। আমরা সামর্থ্য কাজে লাগিয়ে যতটা সম্ভব বাস্তবায়ন করেছি। আমরা করতে পারব, এই বিশ্বাস সবসময় ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks