(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

FIFA World Cup Qatar : বিশ্বকাপের আগেই ইনজুরি কাটিয়ে উঠবে রিচার্লিশন।

FIFA World Cup Qatar : ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষের ম্যাচে ইঞ্জুরিতে পড়েছিলেন ব্রাজিলিয়ান তারকা স্ট্রাইকার রিচার্লিসন। বিশ্বকাপের ঠিক আগ মুহুর্তে দূর্দান্ত ফর্মে থাকা রিচার্লিসনের ইঞ্জুরি ভাবিয়ে তুলেছিল তিতে ও ব্রাজিলিয়ান সমর্থকদের। তবে এবার রিচার্লিসনকে নিয়ে এলো দারুণ এক সুখবর।

গত ১৫ অক্টোবর এভারটনের বিপক্ষের ম্যাচে পায়ের পেশিতে চোট পেয়েছিলেন রিচার্লিসন। ধার‍ণা করা হচ্ছিল গুরুতর ইঞ্জুরিতে পড়েছেন তিনি। যার কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন রিচার্লিসন। গতকাল (১৬ অক্টোবর) রিচার্লিসনের ইঞ্জুরির পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এবার তা নিয়ে মিলল দারুণ সুখবর।

বিশ্বকাপে খেলতে পারবেন রিচার্লিসন। তার চোটটি গুরুতর নয় বলে জানিয়েছেন টটেনহ্যাম হটস্পারের কোচ অ্যান্টনিও কন্তে।

রিচার্লিসনের চোট সম্পর্কে জানিয়ে কন্তে বলেন, রিচার্লিসনের ইঞ্জুরি গুরুতর নয়। তার ইঞ্জুরির সমস্যা আছে কিন্তু বিশ্বকাপ মিস করার কোনো সম্ভাবনা নেই। আমি আশা করি সে বিশ্বকাপের আগে আমাদের হয়ে খেলবে। FIFA World Cup Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks