Argentina XI against Croatia: Angel Di Maria out due to injury : ম্যাচের আগে দুঃসংবাদ! বাদ ডি মারিয়া! ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশ!

Argentina XI against Croatia: Angel Di Maria out due to injury : ম্যাচের আগে দুঃসংবাদ! বাদ ডি মারিয়া! ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশ!

শঙ্কা ছিল আগে থেকেই শেষ পর্যন্ত সত্যি হলো। ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার আগেই বড় দুঃসংবাদ পেল আর্জন্টিনা।

নেদারল্যান্ডসের বিপক্ষের কোয়ার্টার ফাইনালের ম্যাচে ইঞ্জুরির কারণে খেলতে পারেননি। ম্যাচের শেষের দিকে অতিরিক্ত সময়ে নামানো হয়েছিল অ্যানহেল ডি মারিয়াকে। ধারণা করা হচ্ছিল ইঞ্জুরি কাটিয়ে দ্রুতই দলের নিয়মিত একাদশে ফিরবেন এই উইঙ্গার। তবে এবার ক্রোয়েশিয়ার ম্যাচের শুরুর একাদশ থেকেও ছিটকে গেছেন ডি মারিয়া।

জানা গেছে সসম্পূর্ণভাবে ফিট না থাকায় এবং পুরো সময় খেলতে না পারার শঙ্কায় এই ম্যাচেও শুরু থেকে ডি মারিয়াকে পাচ্ছে না আর্জেন্টিনা। অন্যদিকে দুই হলুদ কার্ডের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না ডিফেন্সের মূল দুই ভরসা মার্কোস আকুনা ও গঞ্জালো মন্টিয়েল।

ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশঃ-

এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্ডি, নিকোলাস ট্যাগলিয়াফিকো, লিয়ান্দ্রো পারাদেস, রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this:
Enable Notifications OK No thanks