(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Argentina neat Croatia by 3-0 and heading to the sixth world cup final : মেসির জাদুকরী ফুটবল ও আলভারেজের দূর্দান্ত ফিনিশিংয়ে ফাইনালে আর্জেন্টিনা!

Argentina neat Croatia by 3-0 and heading to the sixth world cup final : মেসির জাদুকরী ফুটবল ও আলভারেজের দূর্দান্ত ফিনিশিংয়ে ফাইনালে আর্জেন্টিনা!

লিওনেল মেসির জাদুকরী ফুটবল, জুলিয়ান আলভারেজের দূর্দান্ত ফিনিশিং, রোমেরো – ওতামেন্ডিদের নজরকাড়া ক্লিয়ারেন্স সব মিলিয়ে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে পরাজিত করে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা। লিওনেল মেসি খেলবেন নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল।

সেমিফাইনালে এদিন শুরুতে কিছুটা চাপ প্রয়োগ করার চেষ্টা চালালেও ক্রোয়েশিয়াকে তাতে সফল হতে দেয়নি আর্জেন্টিনা। নিজেদের ছন্দ প্রদর্শনের মাধ্যমে ম্যাচের ৩৪তম মিনিটে সফলতার মুখ দেখে আর্জেন্টিনা। ম্যাচের ৩২তম মিনিটে গোলমুখে ছুটে যাওয়া জুলিয়ান আলভারেজকে ডি-বক্সে ফাউল করে বসে ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিভাকোভিচ। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজায় রেফারি।

সফল স্পটকিকে দলকে লিড এনে দেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। এরপর ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগে নিজেদের ব্যবধান দিগুণ করেন জুলিয়ান আলভারেজ।

মাঝমাঠ থেকে বল রিসিভ করে ক্রোয়েশিয়ার ডিফেন্ডারদের ও গোলরক্ষককে বোকা বানিয়ে নজরকাড়া এক গোল করেন আলভারেজ। ফলে ২-০ গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তারা। ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে আর্জেন্টিনা।

এরপর দ্বিতীয়ার্ধে ক্রোয়েশিয়া হাজার প্রচেষ্টা চালায় ব্যবধান কমানোর। কিন্তু রোমেরো-ওতামেন্ডিদের প্রাচীর ভাঙতে পারেনি লুকা মদ্রিচরা। উল্টো আরো এক গোল হজম করে বসে তারা।

ম্যাচের ৬৯তম মিনিটে লিওনেল দূর্দান্ত ড্রিবলিং করা অ্যাসিস্ট থেকে ম্যাচে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন জুলিয়ান আলভারেজ।

এরপর আর কোনো গোলের দেখা পায়নি দুই দলের কেউই। ফলে ৩-০ গোলের মধুর জয় নিয়ে বিশ্বকাপ ফাইনালে কোয়ালিফাই করেছে আর্জেন্টিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks