(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

বর্ষসেরা একাদশে মেসি, জায়গা পাননি রোনালদো নেইমার

২০২৩ সালে ৫৪ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। অন্যদিকে পিএসজি ছেড়ে ইন্টার মায়ানিতে যোগ দিয়ে, লিওনেল মেসি সর্বমোট গোল করেছেন ২৮ টি। তবে তার পরেও সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো জায়গা হয়নি IFFHS এর বর্ষসেরা একাদশে। জায়গা পেয়েছেন ২৮ গোল করা লিওনেল মেসি। এদিনে ইনজুরির কারণে জায়গা পাননি নেইমার জুনিয়রও

কদিন আগে IFFHS এর ২০২৩ বিশ্বের সেরা ১০ গোল রক্ষকের তালিকায় জায়গা পানিক ক্রিস্টিয়ানো রোনালদো। অথচ সর্বোচ্চ গোলদাতা তিনি জায়গা না পেয়ে মেসি, এমবাপ্পে, আর্লিং হল্যান্ডকে খোঁচা দিয়েছেন রোনালদো, তাদের পোস্টে রোনালদো দিয়েছেন হা হা হা রিয়েক্ট।

এরপর এবার বর্ষসেরা একাদশেও জায়গা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর। বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন ব্রাজিল থেকে একজন আর্জেন্টিনা থেকে একজন। ব্রাজিল থেকে জায়গা পাওয়া একজন হলেন গোলরক্ষক এইডারসন। অন্যদিকে আর্জেন্টিনার একজন লিওনেল মেসি।

IFFHS এর বর্ষসেরা একাদশে যারা আছেন গোলরক্ষক: এডারসন।
ডিফেন্ডার: আলফোনসো ডেভিস, কিম মিনজে, রুবেন দিয়াজ।
মাঝমাঠ: লিওনেল মেসি, জুড বেলিংহাম, কেভিন ডি ব্রুইনা, রদ্রি।
আক্রমণ: কিলিয়ান এমবাপ্পে,আর্লিং হলান্ড ও হ্যারি কেইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks