(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ / ব্রাজিলকে ১-০ গোল হারালো আর্জেন্টিনা

ব্রাজিল বনাম আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইপর্ব ম্যাচ, শুরু হওয়ার আগে মাঠে আর্জেন্টাইন সমর্থকদের ওপর ছড়াও হয়েছিল ব্রাজিল ভক্তরা। সেই ঘটনায় পুলিশ প্রশাসন পর্যন্ত গড়িয়েছে আর্জেন্টাইন ফ্যানদের মেরেছিল ব্রাজিলের পুলিশ। ম্যাচের আগের ঘটনার দাঁতভাঙ্গা জবাব দিয়েছে আর্জেন্টিনা। ব্রাজিল কে হারিয়েছে বিশ্বকাপ বাছাই পর্বে। নিজেদের মাঠে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে ব্রাজিল।

২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের এবারের আসরে আর্জেন্টিনা পঞ্চম জয়ের দেখা পেয়েছে। উরুগুয়ের কাছে পরাজিত হলেও আর্জেন্টিনা জয়ের ধারায় ফিরেছে ব্রাজিলকে শুন্য গোলে হারিয়ে। অন্যদিকে ব্রাজিল টানা তৃতীয় পরাজয় বরণ করে নিয়েছে। একে একে উরুগুয়ে কলম্বিয়া ও আর্জেন্টিনার কাছে হারলেও ব্রাজিল।

মারাকানা স্টেডিয়ামে এদিন আর্জেন্টিনার বিপক্ষে প্রথমার্ধের খেলায় পিছিয়ে ছিল ছেলে সেলেসাওরা। দুই দলের খেলা প্রথমার্ধে ছিল গোল শুন্য ড্র। এরপর দ্বিতীয় আর্থের কাঙ্ক্ষিত সফলতার দেখা পেয়েছে আর্জেন্টিনা। সেটি অবশ্যই কোন আক্রমণ ভাগের ফুটবলারের কল্যাণে আসেনি।

দ্বিতীয়ার্ধের শুরুর অংশা আক্রমণের ধার বাড়িয়েছে ব্রাজিল বেশ কয়েকটি দারুন আক্রমণ করেছিল পাঁঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে গোল মুখে ব্যর্থতার পরিচয় দিয়েছেন রাফিনহা গ্যাব্রিয়েল জেসুসরা।

অন্যদিকে স্রোতের বিপরীতে ৬৩ তম মিনিটের সফলতার দেখা পায় আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে গোলকি করেন নিকোলাস ওতামান্দি। জিভানি লো সেলসোর কর্নার থেকে আসা বল হেডে জালে প্রবেশ করান নিকোলাস ওতামেন্ডি।

এরপর ম্যাচের একাশি তম মিনিটের ১০ জনের দলে পরিণত হয় ব্রাজিল। লাল কার্ড দেখেন ব্রাজিলের জুয়ালিন্টন। ডি’পলকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

বাকি সময়টুকুতে আক্রমণ প্রতি আক্রমণে চলতে থাকে ম্যাচ তবে গোলের দেখা পাইনি কোন দলেই, শেষ পর্যন্ত আর্জেন্টিনা জয়ী এক শূন্য গোলে। এইচ আই এর মাধ্যমে শীর্ষস্থানে মজবুত করেছে আর্জেন্টিনা ছয় ম্যাচ পর তাদের পয়েন্ট টেবিলে অবস্থান শেষে ১৫ পয়েন্ট নিয়ে।

অন্যদিকে টানা তিন হারে ব্রাজিল বেশ বিধ্বস্ত সেলে সাওরা পিছিয়ে গেছে ৬ নম্বর পজিশনে। পয়েন্ট টেবিলে ৬ নম্বরে আছে ব্রাজিল ৭ পয়েন্ট নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks