(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Vinicius injury / লম্বা সময়ের জন্য মাঠের বাহিরে ভিনিসিয়াস জুনিয়র

Vinicius injury / ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব ম্যাচ, ব্রাজিল বনাম আর্জেন্টিনা। এই ম্যাচ থেকে বাঁচতে উত্তেজনা রয়েছে বিশ্বকাপ ফুটবলের কোটি ভক্তের। চিরপ্রতিবন্ধী আর্জেন্টিনা আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে ইনজুতে জর্জরিত ব্রাজিল ফুটবল দল। এবার ভিনিসিয়াসেরর ইনজুরির খবর নিয়ে এলো ভয়ংকর তথ্য।

ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র। গত ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে খেলতে নেমে চোখে পড়েছিলেন তিনি। এমনিতে নেইমার জুনিয়র নেই ব্রাজিলের স্কোয়াডে ইনজুরির কারণে ছিটকে গেছেন তিনি। এরপর ব্রাজিলকে নতুন করে দুর্ভাবনায় ফেলে দিয়েছে ভিনির ইনজুরি।

ব্রাজিলের প্রথম ম্যাচটি খেলেই মাদ্রিদের চলে গেছেন ভিনি। এবার টা ক্লাব রিয়েল মাদ্রিদ যে তথ্য দিল সেটির রীতিমতো ভয়ানক, রিয়াল মাদ্রিদ জানিয়েছে কবে মাঠে ফিরতে পারেন ভিনি।

ভিনি জুনিয়রের চোট নিয়ে রিয়াল মাদ্রিদের বক্তব্য। “আজ রিয়াল মাদ্রিদের করা পরীক্ষার পর, ভিনিসিয়াস জুনিয়র বাম পায়ের দূরবর্তী টেন্ডন জড়িত থাকার সাথে ফেমোরাল বাইসেপ ফেটে গেছে”।

সেরে উঠতে অন্তত দশ সপ্তাহ সময় লাগবে ভিনিসিয়াস জুনিয়রের, এমনটাই জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম। লম্বা সময় তাই ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে দেখা যাবে না মাঠের ফুটবলে।

আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারবেন না তো বটেই, রিয়াল মাদ্রিদের হয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু ম্যাচ মিস করবেন ভিনি। যা ভয়ংকর ব্যাপার ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks