(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ucl round of 16 draw / চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলর ড্র কখন? কারা উঠলো নক আউট পর্বে? জানুন

uefa champions league. ucl round of 16 draw / ucl 2023/24 R16. গতরাতে ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৩/২৪ আসরের গ্রুপ পর্বের খেলা। চূড়ান্ত হয়েছে শেষ ষোলোর দলগুলো। শেষ ষোলতে কোন দলগুলো উঠেছে সেই বিষয়টি জানা গেছে গতরাতের ম্যাচের পর। এখন ভক্তদের প্রশ্ন চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলর ড্র কখন?

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠিত হবে আগামী ১৮ ডিসেম্বর। বাংলাদেশ সময় বিকেল পাঁচটায়। চ্যাম্পিয়নস লীগের নিয়ম রয়েছে শেষ ষোলতে মুখোমুখি হবে না গ্রুপ পর্বে একই গ্রুপে পড়া দুই দল। এছাড়া মুখোমুখি হচ্ছে না একই দেশ থেকে আসা ২ ক্লাব।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অফ সিক্সটিনে উঠেছে বায়ান মিউনিখ, আর্সেনাল, রিয়াল মাদ্রিদ, রিয়াল সোসিয়াদাদ, অ্যাটলেটিকো মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বার্সেলোনা, কোপেনহেগেন পিএসভি, নাপোলি, ইন্টার মিলন, লাতজিও পিএসজি লাইপজিক ও পোর্তো।

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন মিউনিখ, আর্সেনাল রিয়াল মাদ্রিদ, সোসিয়াদাদ, অ্যাটলেটিকো মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বার্সেলোনা,

আর গ্রুপে রানার্স আপ হয়েছে, কোপেনহেগেন পিএসভি, নাপোলি, ইন্টার মিলন, লাতজিও পিএসজি লাইপজিক ও পোর্তো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks