(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ফ্রেঞ্চ লিগ ওয়ান : খেলার মধ্যে ইফতারের বিরতি দিলে পেতে হবে কঠিন শাস্তি!!

লিগ ওয়ান, ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন, পিএসজি, ফ্রান্স, ফ্রান্স ফুটবল ফেডারেশন, ফ্রেঞ্চ লিগ ওয়ান : খেলার মধ্যে ইফতারের বিরতি দিলে পেতে হবে কঠিন শাস্তি!!

প্রথমবারের মতো ইফতারের বিরতি প্রচলন করে সাড়া ফেলে দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল)। ইংলিশ প্রিমিয়ার লিগে এমন উদ্যোগের প্রশংসা করেছে বিশ্ব ফুটবল। খেলার মাঝপথেই ইফতারের সময় হলে ইফতার করার সুযোগ পাবে ইংলিশ প্রিমিয়ার লিগের ধর্মপ্রাণ মুসলিম ফুটবলাররা। মোহাম্মদ সালাহ-রিয়াদ মাহারেজরা চাইলেই রোজা রাখতে পারছেন খেলার সময়। তবে খেলা শুরুর আগে তা জানাতে হবে রেফারিকে।

ইংলিশ প্রিমিয়ার লিগের এমন উদ্যোগের পর এভারটন মিডফিল্ডার আব্দুল্লায়ে ডোকোরে প্রিমিয়ার লিগকে মুসলিম ফুটবলারদের জন্য সেরা লিগ বলে প্রশংসা করেছেন। শুধু ইপিএলে নয় জার্মান লিগ বুন্দেস লিগাতেও গেল বছর খেলার মাঝপথে ইফতার করেছিলেন মেইনজের ফুটবলার মুসা মিয়াখাতেন।

যেখানে ইপিএল ও বুন্দেস লিগার মতো লিগগুলো রোজা রাখা ফুটবলারদের সম্মানে ব্যস্ত সেখানে ফ্রেঞ্চ লিগ হাঁটছে উল্টো পথে।

“খেলার মাঠ কোনো রাজনৈতিক কিংবা ধর্মীয় অনুশাসন মানার জায়গা নয়” এমন মন্তব্য দিয়ে লিগের রেফারি অ্যাসোসিয়েশনকে মেইল করেছেন ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ)। এমনকি এ বিষয়ে সতর্ক করা হয়েছে রেফারিদের। না মানলে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেয়া হবে বলে জানিয়ে দিয়েছে এফএফএফ। এর সপ্তাহখানেক আগে খেলাচলাকীন সময়ে ইফতার না করতে অনুরোধ করে ফ্রেঞ্চ লিগের মুসলিম ফুটবলারদের চিঠি পাঠিয়েছিল ফ্রান্স ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা।

এফএফএফ এর এমন কান্ডের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছে ফ্রান্স জুড়ে। এ ঘটনায় ফ্রান্সের সমালোচনা করে টুইট করেছেন ফ্রান্স ও অ্যাস্টন ভিলার ফুলব্যাক লুকাস ডিগনে।

তিনি বলেন, “সামান্য ঘটনায় ১০-১৫ মিনিট খেলা বন্ধ হয়ে যায়, সিদ্ধান্ত নিতে সময় চলে যায়। অথচ মুসলিম ফুটবলারদের ইফতার করার জন্য ২-৩ মিনিট সময় দেওয়া যায় না।

এদিকে এ নিয়ে ফ্রান্স ফুটবলের কড়া ভাষায় সমালোচনা করে টুইট করেছেন ফ্রান্সের সাবেক ফুটবলার ও বর্তমান সময়ের কোচ দিদিয়ের দিগার্ড। তিনি লিখেন, “এখনো ইংল্যান্ডের মতো উদার মানসিকতার দেশ হতে পারেনি ফ্রান্স। অবশ্য লিগ ওয়ানে ধর্মাবলম্বী ফুটবলারদের ধর্মীয় অনুশাসন মানার অধিকার থাকা উচিত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks