(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

The Best FIFA / ফিফা বর্ষসেরা পুরুষ্কার ২০২৩ এর সংক্ষিপ্ত তালিকায় মেসি।

The Best FIFA Men’s Player Award 2023 : Finalists confirmed for The Best FIFA Football Awards / দ্যা বেস্ট ফিফা ম্যান্স প্লেয়ার পুরুষ্কার ২০২৩ ঘোষণার দিনক্ষণ চূড়ান্ত। ফিফা বর্ষসেরা ফুটবলার ২০২৩ কে হবেন তা নিয়ে প্রশ্ন ফুটবল বিশ্বের ভক্ত সমর্থকদের। কখন ঘোষণা করা হবে ফিফার বর্ষসেরা ফুটবলারের নাম? এমন প্রশ্ন ফিফা সবার। বর্ষসেরা সংক্ষিপ্ত তিনজনের তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি।

ফিফা জানিয়েছে বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তিনজনের তালিকায় জায়গা পেয়েছেন লিওনেল মেসি তার সঙ্গে দুই প্রতিদ্বন্দ্বী হলেন কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড। ধারণ করা হচ্ছে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে ফিফার এই পুরস্কার পাওয়ার লড়াইয়ে।

ম্যানচেস্টার সিটি হয়ে ট্রেবল জিতেছেন আর্লিং হল্যান্ড, লীগ ওয়ান এবং ফ্রান্স কাপ জিতেছেন কিলিয়াম এমবাপ্পে। আর লিওনেল মেসি জিতেছেন লিগ ওয়ান ফ্রান্স কাপের পাশাপাশি জিতেছেন ইন্টার মায়ামির জয় লীগস কাপ। গোলের দিক দিয়ে অবশ্যই মেসির থেকেও এগিয়ে আছেন আর্লিং হল্যান্ড ও এমবাপ্পে।

লন্ডনের জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে আগামী ১৫ জানুয়ারি ঘোষণা করা হবে ফিফা বর্ষসেরা তথা দ্যা বেস্ট ফিফা ম্যান্স প্লেয়ার পুরুষ্কার ২০২৩। একইসঙ্গে আরও বেশ কয়েকটি পুরস্কার দেয়া হবে সেই অনুষ্ঠানে।

শুধু দ্যা বেস্ট ফিফা ম্যান্স প্লেয়ার পুরুষ্কার ২০২৩ নয়, দেয়া হবে ফিফা ফুসকাস এওয়ার্ড সেরা গোলরক্ষক এর পুরস্কার, এবং সেরা কোচের পুরস্কার। এই তিন পুরস্কারের জন্যও সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা এছাড়ো নারী ফুটবলারদের মধ্যে সারা ফুটবলারের নামটিও ঘোষণা করা হবে একই দিন থাকবে নারী ফুটবলের সেরা কোচ সেরা গোলরক্ষক এর নামও।

ফিফা বর্ষসেরা ফুটবলারের অনুষ্ঠানের সেরা গোলরক্ষকদের মধ্যে সংক্ষিপ্ত তিনজনের তালিকায় জায়গা পেয়েছেন, ব্রাজিলের এডারসন, মরোক্কর ইয়াসিন বুনো, এবং বেলজিয়ামের থিভো কর্তোয়া।

সেরা কোচের তালিকায় জায়গা পেয়েছেন পেপ গার্দিওলা, ম্যানচেস্টার সিটিকে ২০২৩ সালে পাঁচটি শিরোপা জিতিয়ে, এই পুরস্কার পাওয়ার দৌড়ে জোরালো ভাবে আছে স্প্যানিশ এই কোচের নাম। এছাড়াও ওপর দুজন হলেন Simone Inzaghi এবং
Luciano Spalletti.

২০২৩ ফিফা পুসকাস অ্যাওয়ার্ড পাওয়ার দৌড়ে আছেন। তরুণ ফুটবলারদের মধ্যে সেরা পারফর্মারদের দেয়া হয় ফিফা পুসকাস পুরুষ্কার। সেই সংক্ষিপ্ত তালিকায় তিনজন হলেন Julio Enciso, Guilherme Madruga, Nuno Santos.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks