(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

taskin ahmed ipl 2024 / ৩ বার আইপিএলে খেলার সুযোগ এলো, এরকম ফ্র্যাঞ্চাইজি লিগ মিস করতে ভালো লাগে না : তাসকিন

ipl 2024 / taskin ahmed ipl 2024 | ৩ বার আইপিএলে খেলার সুযোগ এলো, এরকম ফ্র্যাঞ্চাইজি লিগ মিস করতে ভালো লাগে না : তাসকিন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাসকিন আহমেদকে ২০২৪ সালের আইপিএল খেলার জন্য অন আপত্তিপত্র দিবে না বলে জানিয়ে দিয়েছেন বিসিসিআইকে। যার ফলে নিলাম থেকে তাসকিনের নামটি কাটা গেছে।

তাসকিন আহমেদ এবার সংবাদ গণমাধ্যমের সরাসরি বলেছেন এমন টুর্নামেন্ট মিস করতে আর ভালো লাগছে না তার। বিশ্বের সবচেয়ে জমজমার ক্রিকেট ফ্রাঞ্চাইস টুর্নামেন্ট আইপিএল। যেকোনো ক্রিকেটারেরই আইপিএল খেলার জন্য আগ্রহ থাকে। বাংলাদেশী পেসার তাসকিন আহমেদ এই দলের বাহিরে নয়।

এবারের আইপিএলের নিলামে নাকি তাসকিন আহমেদকে পাওয়ার জন্য আগ্রহী ছিল কলকাতা নাইট রাইডার্স ও কিংস পাঞ্জাব তাকে না পেয়ে মিচেল স্টার্ক কে দলে বেরিয়েছে কলকাতা। কোন দিকে কিংস পাঞ্জাবের কপালটা পুড়েছে তাসকিনের দিকে তাকিয়ে থাকে।

এর আগে গত আইপিএল এ তাসকিন আহমেদ সরাসরি চুক্তির অফার পেয়েছিল লৌকনো সুপার জায়ান্টের কাছ থেকে। কিন্তু সেবার বাংলাদেশ-সাউথ আফ্রিকার মধ্যকার সিরিজ চলায় তাসকিনকে বিসিবি অনআপত্তিপত্র দেয়নি।

আর এবার নিলাম থেকে তাসকিনের নামটাই কেটে ফেলা হয়েছে বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর রহমান। তাকে নিলাম থেকে ভিত্তি মূল্য ২ কোটি রুপিতে দলেই বেরিয়েছে চেন্নাই সুপার কিংস। ২০২৪ আইপিএলে মহেন্দ্র সিং ধোনির দলে দেখা যাবে মুস্তাফিজুর রহমানকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks