(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

icc t20 bowler’s ranking / টি-টোয়েন্টি বোলিং র‍্যাংকিংয়ে বুমরা-সিরাজকে পিছনে ফেললো শরিফুল ইসলাম

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত বোলিংয়ের জন্য আইসিসির কাছ থেকে পুরস্কার পেয়েছেন শরিফুল ইসলাম। কিউইদের বিপক্ষে ৩ টি-টোয়েন্টি ম্যাচে শরিফুলের শিকার ৬ উইকেট। বাংলাদেশের সিরিজ ড্র ১-১ ব্যবধানে। টাইগারদের দুর্দান্ত সিরিযে চমৎকার বোলিংয়ের জন্য ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন শরিফুল ইসলাম।

চমৎকার বোলিংয়ে আইসিসি টি-টোয়েন্টি বোলার্স র‍্যাংকিংয়ে শরিফুল ইসলাম দিলেন বড় লাফ। এক সিরিতেই চমৎকার বোলিংয়ে ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয়ে শরিফুল ইসলাম এগিয়েছেন ৩২ ধাপ।

এ সময় শরিফুল পেছনে ফেলেছেন জাসপ্রিত ভোমর, মোহাম্মদ সিরাজের মত ভারতীয় তারকা পেসারদের। শরিফুল ইসলামের বর্তমান অবস্থান ৫৬ তম স্থানে যেখানে আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে জাস্প্রিত বুমরাহর অবস্থান ৯৩, আর সিরাজের অবস্থান ৭১।

শরিফুল ইসলামের বর্তমান র‍্যাংকিং ৫৬তম স্থানে আইসিসি t20 বলার যে র‍্যাংকিংয়ে ৫৬ তম স্থানে উঠে আসা শরিফুল ইসলামের রেটিং পয়েন্ট ৪৬২।

শুধু শরীফুল নয় এগিয়েছেন মোস্তাফিজুর রহমান ও ৫ ধাপ এগিয়েছেন বাংলাদেশীদের মধ্যে সর্বোচ্চ অবস্থানে আছেন মুস্তাফিজুর রহমান। আইসিসি টি২০ বোলার র‍্যাংকিংয়ে মুস্তাফিজের বর্তমান অবস্থান ২২ তম স্থানে।

বাংলাদেশ নিউজিল্যান্ড t20 সিরিজের মোস্তাফিজুর রহমানের বোলিংটাও ছিল দুর্দান্ত মিতব্যয়ী ওভার করে আইসিসির কাছ থেকে র‍্যাংকিংয়ে উন্নতির বিশাল সুখবরটা পেয়েছেন ফিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks