(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

নেইমার ট্রান্সফার : নেইমারকে দলে নেওয়ার দৌড়ে এগিয়ে কোন ক্লাব?

ট্রান্সফার নিউজ, ফুটবল ট্রান্সফার ২০২৩, নেইমার জুনিয়র, নেইমার ট্রান্সফার : নেইমারকে দলে নেওয়ার দৌড়ে এগিয়ে কোন ক্লাব?দএক্স

চলতি গ্রীষ্মকালীন দলবদলে নেইমারকে ছেড়ে দিবে পিএসজি। এমন জোর গুঞ্জন উঠেছে ইউরোপসহ বিভিন্ন গণমাধ্যমগুলোতে। পিএসজিতে এমনিতেই সময়টা ভালো কাটছে না নেইমারের। তার উপর আবার কিলিয়ান এমবাপ্পের সঙ্গে সম্পর্কের অবনতির কারণে চলতি গ্রীষ্মকালীন দলবদলেই ফরাসি ক্লাবটি ছাড়তে পারেন নেইমার।

এদিকে নেইমার যদি পিএসজির সঙ্গে চুক্তি শেষ করে ক্লাব ছেড়ে দেয় তাহলে তাকে কেনার জন্য মুখিয়ে আছে বেশ কয়েকটি দল। যার মধ্যে অন্যতম ইংলিশ জায়ান্ট চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের নাম। এছাড়াও ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটি ও নিউক্যাসল ইউনাইটেডের নাম ও উঠে এসেছে গণমাধ্যমে।

যদি পিএসজি ছেড়ে নেইমার অন্য কোনো ক্লাবে পাড়ি জমায় তাহলে সেটি হতে পারে বায়ার্ন মিউনিখ, চেলসি, ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের যেকোনো একটি দল।

নেইমারকে দলে ভেড়ানোর এ তালিকায় চতুর্থ স্থানে থাকবে ম্যানসিটি

৪. ম্যানচেস্টার সিটি :

নেইমারকে দলে নেওয়ার ব্যাপারে এখনো কোনো পদক্ষেপ না নিলেও ম্যানচেস্টার সিটি আর্থিক দিক বিবেচনা করে এই তালিকায় রাখা হয়েছে তাদের। আরব আমিরাতের মালিকানাধীন এই ক্লাবটির যেকোনো পদক্ষেপ শেষ মুহুর্তে যেকোনো কিছু পরিবর্তন করে দিতে পারে।

৩. ম্যানচেস্টার ইউনাইটেড :

নেইমারকে দলে নেওয়ার দৌঁড়ে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেডের নামও। ওল্ড টাফোর্ডে ব্রাজিলিয়ান তারকা সফল হবেন বলে আশাবাদী কোচ এরিক টেন হাগ। তবে ম্যানইউর পক্ষ থেকেও এখনো কোনো অফিশিয়ালি কিছু জানানো হয়নি নেইমারকে দলে ভেড়ানোর ব্যাপারে।

২. বায়ার্ন মিউনিখ :

রবার্ট লেওয়ানদস্কি যাওয়ার পর থেকে তার জায়গা পূরণ করতে পারেনি বায়ার্ন মিউনিখ। সাদিও মানেকে দলে নিলেও এখনো নিজেকে মেলে ধরতে পারেননি সাদিও মানে। যার কারণে নেইমারের উপর চোখ রাখছে জার্মান ক্লাবটি।

এই তালিকায় সবার শীর্ষে অবস্থান করছে চেলসি।

১. চেলসি :

নেইমারকে দলে নেওয়ার ব্যাপারে সবার থেকে এগিয়ে আছে ইংলিশ জায়ান্ট চেলসি। শীতকালীন দলবদলে বেশ কয়েকজন তারকা খেলোয়াড় দলে নিলেও নিজেদের সেরা ছন্দে নেই দলটি। হতাশা কাটাতে আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনোকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে চেলসির।

নেইমার জুনিয়রকে পিএসজিতে কোচিং করিয়েছেন পচেত্তিনো। পচেত্তিনোর চাওয়াতেই যোগ্য স্ট্রাইকারের অভাব পূরণ করতে নেইমারকে দলে নিবে চেলসি এমনটাই ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks