(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

অবহেলার শিকার হয়ে আমেরিকায় চলে যাচ্ছেন নাসির হোসেন!

নাসির হোসেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, বিসিবি, বাংলাদেশ, অবহেলার শিকার হয়ে আমেরিকায় চলে যাচ্ছেন নাসির হোসেন!

২০১৮ সালে খারাপ ফর্মের কারণে জাতীয় দল থেকে বাদ পড়েন অলরাউন্ডার নাসির হোসেন।তবে এবারের বিপিএলে দারুণ পারফরম্যান্সের পরও জাতীয় দলে ডাক না পাওয়াতে নিজেকে অবহেলিত মনে করছেন নাসির।তাই এবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে যাচ্ছেন তিনি। মাইনর ক্রিকেট খেলবেন যুক্তরাষ্ট্রের হয়ে।

এবারের ২০২৩ বিপিএলে ১২ ম্যাচে ব্যাট থেকে এসেছে ৩৬৬ রান এবং বল হাতে নেন ১৬ উইকেট।এত অসাধারণ পারফরম্যান্স করেও জাতীয় দলে অবহেলিত নাসির। ডিপিএলেও দারুণ ছন্দে আছেন নাসির। তার অলরাউন্ডার নৈপুণ্যে অনেক ম্যাচ জিতিয়েছেন তিনি।

জাতীয় দলে অবহেলিত হওয়ায় আমেরিকায় চলে যাওয়ার বিষয়ে নাসির গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে বলেন,দেখুন আপনি যদি ঠিকমতো মূল্যায়ন না পান, তবে আপনি কেন বাংলাদেশে থাকবেন! আমার কাছে মনে হচ্ছে যে, আমাকে ঠিকঠাক মূল্যায়ন করা হচ্ছে না। তাই আমি আমেরিকা চলে যাব। এই কথা আমি আগেও বলেছি, এখনও বলছি। এই ডিপিএলের পরেই আমি যুক্তরাষ্টে যাচ্ছি, ওখানে মাইনর লিগ খেলা আছে। ওইটা খেলতে যাচ্ছি।’

জাতীয় দলে অবহেলিত হওয়ার বিষয়ে নাসির আরো বলেন, কেন আমাকে দলে নেয়া হয়নি, তার কারণ আমি বলতে পারব না। তবে আমি আশা করেছিলাম, আয়ারল্যান্ড আর ইংল্যান্ড যখন এলো, ওখানে যে অনুশীলন ম্যাচগুলো হয়েছে, সেখানে হয়তো ডাক পাব। বা ছায়া দল অথবা বাংলা টাইগার্সে ডাক পাব। তার কিছুই আসলে হয়নি। কেন ডাকেনি জানি না। আমাকে দলে না নেয়ার কোনো কারণ নেই। আমার থেকেও খারাপ পারফর্ম করে অনেকে সুযোগ পেয়েছে। আমি তো আর নির্বাচকদের ফোন করে বলতে পারি না, কেন আমাকে দলে রাখা হয়নি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks