(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

নেইমার জুনিয়র : অনলাইনে জুয়া খেলতে গিয়ে ১১৫ কোটি ৭৬ লক্ষ টাকা হারিয়েছেন নেইমার! সত্যি কতটুকু?

নেইমার জুনিয়র : অনলাইনে জুয়া খেলতে গিয়ে ১১৫ কোটি ৭৬ লক্ষ টাকা হারিয়েছেন নেইমার! সত্যি কতটুকু?

ইঞ্জুরির কারণে মাঠের বাইরে আছেন নেইমার জুনিয়র। অস্ত্রপাচারের কারণে পিএসজির হয়ে এই মৌসুমে আর মাঠে নামা হচ্ছে না ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের। এবার মাঠের বাইরেও শান্তিতে নেই নেইমার কপাল পুড়লো এক অদ্ভুত কারণে।

ইঞ্জুরিতে ইতিমধ্যে পিএসজির হয়ে গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়নস লিগের ম্যাচ মিস করেছেন নেইমার। চ্যাম্পিয়নস লিগ থেকে বায়ার্নের কাছে হেরে বিদায় নিয়েছে তার দল পিএসজি। অন্যদিকে মরোক্কোর বিপক্ষে ব্রাজিলের ম্যাচটিও খেলার সুযোগ হয়নি এই তারকার। গেল কিছুদিন আগে হ্যাক হয়েছে নেইমারের টুইটার একাউন্ট। এবার আরো বড় বিপদের সম্মুখীন হলেন ব্রাজিলিয়ান এই তারকা।

কার্ড গেম খেলেই বর্তমানে অবসর সময় কাটাচ্ছেন নেইমার জুনিয়র। তবে এই পোকার খেলতে গিয়েই বিপত্তি বাধিয়েছেন নেইমার। কার্ড গেম খেলতে গিয়ে নেইমার জুনিয়র হারিয়েছেন ১ মিলিয়ন ইউরো যা বাংলাদেশি টাকায় ১১৫ কোটি ৭৬ লক্ষ টাকা। মাত্র এক ঘন্টার ব্যবধানে এই টাকা হারিয়ে বসেছেন নেইমার।

অনলাইনে পোকার খেলার সময় ফেসবুক লাইভে এসে বড় অংকের এই টাকা হারানোর কথা জানিয়েছেন নেইমার। নেইমারকে এ সময় কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। তবে এ কান্না নেইমারের অভিনয়ের অংশ। একটি প্রতিষ্ঠানের প্রচারণার জন্য এমন অভিনয় করেছেন নেইমার জুনিয়র।

আই গেমিং অপারেটর ব্লেজের শুভেচ্ছাদূত হিসেবে নেইমার কাজ করছেন গেল ডিসেম্বর থেকে। অনলাইনে টাকা হারিয়ে যে কেউ হতে পারেন নিঃস্ব যার কার‍ণে সচেতনতার অংশ হিসেবে এমন প্রচারণা করেছেন নেইমার জুনিয়র।

ব্লেজ এক বিবৃতি দিয়ে জানায়, নেইমার তার ভক্তদের অনলাইন গেমিংয়ের নতুন অভিজ্ঞতা উপহার দেবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের পেইজে গেমিংয়ের প্রমোশনও করবেন ব্রাজিলিয়ান তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks