(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সাকিব আল হাসান আইপিএল ২০২৩ : সাকিব হবে কলকাতার চাবিকাঠি – সঞ্জয় মাঞ্জরেকার!

আইপিএল ২০২৩, আইপিএল সাকিব আল হাসান, সাকিব আল হাসান কলকাতা নাইট রাইডার্স সাকিব আল হাসান আইপিএল ২০২৩ : সাকিব হবে কলকাতার চাবিকাঠি – সঞ্জয় মাঞ্জরেকার!

আসন্ন আইপিএলে আরো একবার কলকাতার জার্সিতে খেলবেন সাকিব আল হাসান। সাকিবকে এবারের আইপিএলের মিনি নিলাম থেকে তৃতীয়বারের মতো দলে টেনেছে কেকেআর। এবার কলকাতা দলের চাবিকাঠি হতে পারেন সাকিব আল হাসান। সাকিব আল হাসানকে কাজে লাগাতে পারলে সোনায় সোহাগা হবে আইপিএলের দলটির এমনটাই মন্তব্য করেছেন জনপ্রিয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার।

২০১১ সালে প্রথমবারের মতো আইপিএলে খেলার সুযোগ পান সাকিব আল হাসান। সেই আসরে প্রথমবারের মতো বিশ্বসেরা অলরাউন্ডারকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। ২০১৪ সালেও সাকিবকে রিটেইন করে কলকাতা নাইট রাইডার্স। সে আসরে দূর্দান্ত অলরাউন্ডিং পারফরম্যান্সে কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা জেতাতে বিশাল ভূমিকা রাখেন সাকিব। ২০১১-২০১৭ সাল পর্যন্ত কেকেআরের জার্সিতে খেলেন সাকিব। এরপর ২০১৮ সালে কলকাতা তাকে ছেড়ে দিলে তাকে দলে টানে সানরাইজার্স হায়দ্রাবাদ। এরপর ২০১৯ সালে নিষেধাজ্ঞার কারণে আইপিএলে খেলতে পারেননি সাকিব। ২০২০ সালে তাকে ছেড়ে দেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। ২০২১ সালে দ্বিতীয়বারের মতো সাকিবকে আরো একবার দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে সে আসরে তার পারফরম্যান্স সন্তোষজনক না হওয়ার কারণে আসর শেষ হতেই তাকে রিলিজ করে শাহরুখ খানের দল। এবার ২০২৩ আইপিএলের জন্য সাকিব আল হাসানকে আরো একবার দলে নিয়েছে কেকেআর।

সম্প্রতি সময়ে ব্যাট এবং বল হাতে টি-টোয়েন্টি ফরম্যাটে নিজের চেনা ছন্দে ফিরেছেন সাকিব। বাংলাদেশের হয়ে একের পর দূর্দান্ত পারফরম্যান্স দিয়েই চলেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিবের এমন পারফরম্যান্সকে নজরে রেখে এবার সাকিবের প্রশংসায় পঞ্চমুখ সঞ্জয় মাঞ্জরেকার। এছাড়াও সাকিবকে ব্যবহার করে কলকাতা পাবে বড় সফলতা এমনটাই জানিয়ে দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, “সাকিব একজন যোগ্য ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে তার পরিসংখ্যান দেখুন। কেন তিনি নয়? এবার তো কলকাতার সামনে আরো বড় সুযোগ তাকে (সাকিব) কাজে লাগানোর। তার উপর দল দল এবার ৪ নম্বরে আস্থা রাখতে পারে। সে কলকাতার ভরসাবান বিদেশি হতে পারে, প্রতি মৌসুমে তাকে সেভাবে কেউ খেলায় না। তবে সাকিবকে কলকাতা বলতে হবে যে তুমি এবার ব্যাটার হিসেবে খেলছো, তোমার বোলিং আমাদের জন্য বোনাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks