(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

আইপিএল ২০২৩ লাইভ : আইপিএল দেখা যাবে বাংলাদেশি অ্যাপে!

আইপিএল ২০২৩, আইপিএল লাইভ, টি-স্পোর্টস, সাকিব আল হাসান, লিটন দাস আইপিএল ২০২৩ লাইভ : আইপিএল দেখা যাবে বাংলাদেশি অ্যাপে!

আইপিএল সবচেয়ে জনপ্রিয় একটি টুর্নামেন্ট। যেখানে বিশ্বের জনপ্রিয় খেলোয়াড়রা অংশগ্রহণ করে থাকেন।দর্শক -টেলিভিশন এমনকি সবজায়গায় এর জনপ্রিয়তা বিশাল। টিভি দর্শকদের জনপ্রিয়তার বিচারে আইপিএল দ্বিতীয়। তাই টুর্নামেন্টকে সরাসরি দেখাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টি স্পোর্টস চ্যানেল।‘টি স্পোর্টসের অ্যাপ বাহির করেছে তারা। যার মাধ্যমে মোবাইলের মাধ্যমেই খেলাটি উপভোগ করা যাবে।

টি স্পোর্টস শুরু থেকেই ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে এসেছে। তারা ২বছর ধরে বড় কোন ক্রীড়া আয়োজনের অপেক্ষায় ছিলো তাদের সপ্ন পুরোনো। আর আইপিএলের চেয়ে বড় সুযোগ বর হতে পারে না। ইতিমধ্যেই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক জানান, ‘টি স্পোর্টসের অ্যাপটি’ তাদের সপ্ন।

‘টি স্পোর্টসের অ্যাপটি বাণিজ্যিকভাবে সবার জন্য উন্মুক্ত করতে আইপিএলের চেয়ে বড় কোনো উপলক্ষ্য হতে পারে না।কারন এবার একসাথে তিন বাংলাদেশী খেলবে আইপিএলে। সাকিব-মুস্তাফিজ-লিটনরা সেরা ক্রিকেটারদের সাথে তাদের পারফরম্যান্স তুলে ধরবে আইপিএলে।

আইপিএল দেখা থেকে কেও যাতে বঞ্চিত না হয় তাই ‘টি স্পোর্টসের অ্যাপটি তারা তৈরি করেছে।আইপিএলের দর্শক বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে আছে। চায়ের দোকানে টিভি সেটে আঁটকে থাকে অসংখ্য দর্শক। তাই এই উদ্যোগ সফলতা বয়ে আনবে ‘টি স্পোর্টসের অ্যাপটিকে।

টি স্পোর্টস অ্যাপটির প্রচার ও প্রসারে ভূমিকা রাখবেন, আইপিএলের কলকাতা নাইট রাইডার্সের ২ টাইগার সাকিব আল হাসান ও লিটন দাস।আইপিএল কেই বেছে নিয়েছেন টি স্পোর্টস।এবার আইপিএলে প্রত্যেক খেলা টি স্পোর্টস অ্যাপটির মাধ্যমে দেখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks