(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Mustafizur Rahman Delhi Capitals IPL : আইপিএলের বাঘা-বাঘা বোলারদের পিছনে ফেললেন মুস্তাফিজ | মুস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালস আইপিএল ২০২৩

Mustafizur Rahman Delhi Capitals IPL : আইপিএলের বাঘা-বাঘা বোলারদের পিছনে ফেললেন মুস্তাফিজ | মুস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালস আইপিএল ২০২৩ : আসরটা ভালো কাটছে না দিল্লি ক্যাপিটালসের। আইপিএলের শুরু থেকে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি দলটি। নিজেদের খেলা চার ম্যাচের চারটিতেই হেরেছে দিল্লি।

এদিকে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলের এবারের আসরে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ খেলেছে মুস্তাফিজুর রহমান। সবশেষ মুম্বাইয়ের বিপক্ষের ম্যাচে একাদশে সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজ। সুযোগ পেয়েই যেনো নিজেকে মেলে ধরেছিলেন ফিজ।

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বল হাতে ৪ ওভার বোলিং করে ৩৮ রান খরচায় ১ টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেছেন ফিজ। মাঝে দিল্লিকে ম্যাচে ফিরিয়ে জয়ের আশা বাঁচিয়ে রেখেছিল কাটার মাস্টার। মুস্তাফিজের এমন বোলিং নজর কেড়েছিল অধিনায়ক ডেভিড ওয়ার্নার থেকে শুরু করে ধারাভাষ্যকার হার্শা ভোগলে পর্যন্ত।

এই এক ম্যাচেই নজর কাড়া বোলিং দিয়ে আইপিএলে খেলা দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা ও নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টকে।

আইপিএলে বর্তমানে খেলা বিদেশি পেসারদের মধ্যে সবচেয়ে সেরা ইকোনমি রেট (কমপক্ষে ৪০ ম্যাচ) মুস্তাফিজুর রহমানের। আইপিএলে এ পর্যন্ত ৪৭ ম্যাচ খেলে ৪৭ উইকেট শিকারে মুস্তাফিজের ইকোনমি রেট ৭.৮৪। অন্যদিকে মুস্তাফিজের পেছনে থাকা কাগিসো রাবাদা এ নিয়ে আইপিএলে ৬৩ ম্যাচ খেলে ৯৯ উইকেট শিকার করেছেন ৮.২৪ ইকোনমি রেটে। রাবাদার সমান ইকোনমি রেটে ট্রেন্ট বোল্ট ম্যাচ খেলেছেন ৮১ টি উইকেট নিয়েছেন ৯৭ টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks