(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ : বাংলাদেশে হবে না বিশ্বকাপ? তবে কি ভারতে গিয়েই বিশ্বকাপ খেলবে পাকিস্তান?

ওয়ানডে বিশ্বকাপ, আইসিসি, পিসিবি, বিসিসিআই, ভার‍ত, পাকিস্তান ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ : বাংলাদেশে হবে না বিশ্বকাপ? তবে কি ভারতে গিয়েই বিশ্বকাপ খেলবে পাকিস্তান?

চলতি বছরই ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ তবে এই বিশ্বকাপে ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছে পাকিস্তান। রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলতে যাবে না ভারত তা সাফ জানিয়ে দিয়েছে যার জন্য পাকিস্তানও নাচড়বান্দা হিসেবে নিয়েছিলো এমন সিদ্ধান্ত। তবে এবার নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসে নতুন শর্ত দিয়ে ভারতে খেলতে রাজি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)

চলতি বছর অক্টোবর থেকে ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যার আয়োজক ভারত। অন্যদিকে এর আগের মাসে অর্থাৎ সেপ্টেম্বরের ২ তারিখ থেকে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের আসর। যার আয়োজক ছিল পাকিস্তান। পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলতে যাবে না ভারত যার জন্য নিরপেক্ষ ভেন্যুতেই এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ভারতের এমন সিদ্ধান্তের পর পাকিস্তানও জানিয়ে দিয়েছে ভার‍ত যদি এশিয়া কাপ খেলতে না আসে তাহলে পাকিস্তানও ভারতে যাবে না ওয়ানডে বিশ্বকাপ খেলতে। এসব হট্টগোলের সমাধানে নিরপেক্ষ ভেন্যুর দাবি তুলেছিল পিসিবি। যেই নিরপেক্ষ ভেন্যু হতে পারত বাংলাদেশ অথবা শ্রীলঙ্কা। বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো বাংলাদেশের ভেন্যুতে আয়োজন করার জন্য দাবি জানিয়েছিল পিসিবি। তবে এবার তা হচ্ছে না ভারতে গিয়েই বিশ্বকাপ খেলতে রাজি হয়েছে পাকিস্তান তবে জুড়ে দিয়েছে দুই শর্ত। এমন তথ্যই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই।

পিটিআইয়ের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদ সংস্থাও এমন খবর ছাপিয়েছে। আইসিসির এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, “পাকিস্তানের ভারতে আসার পুরো বিষয়টি নির্ভর করছে বিসিসিআই এবং ভারত সরকারের উপর। পাকিস্তান কলকাতা এবং চেন্নাইয়ে তাদের বিশ্বকাপের সব ম্যাচ খেলতে চাচ্ছে। আগেও তারা এই দুই শহরে অতিরিক্ত ম্যাচ খেলেছে। তাই তারা মনে করছে সেখানে তাদের খেলাটা নিরাপদ। এই দুই শহর পাকিস্তানের প্রথম পছন্দ।”

সবকিছুই নির্ভর করছে বিসিসিআই ও আইসিসির উপর। একটি নির্দিষ্ট দলের জন্য নির্দিষ্ট ভেন্যু সেট করে দেয়া নিয়মের বাইরে।

উল্লেখ্য, এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়েছিলেন, তার দেশের মানুষও চায় না পাকিস্তান ভারতে গিয়ে বিশ্বকাপ খেলুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks