(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Mustafizur Rahman Delhi Capitals IPL : মুস্তাফিজুর রহমান আইপিএল | কেন মুস্তাফিজকে নেওয়া হয়না দলে?? তা জানিয়ে দিয়ে একি বললেন সৌরভ গাঙ্গুলি।

Mustafizur Rahman Delhi Capitals IPL : মুস্তাফিজুর রহমান আইপিএল | কেন মুস্তাফিজকে নেওয়া হয়না দলে?? তা জানিয়ে দিয়ে একি বললেন সৌরভ গাঙ্গুলি।

আইপিএলে মুস্তাফিজের দিল্লী ক্যাপিটালস এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে।তারপরও মুস্তাফিজকে দলে রাখেনি তারা। মুস্তাফিজের পরিবর্তে আনরিখ নর্কিয়া যে খুব ভালো করছে তাও না। বরং বাজে বোলিং করছে আনরিখ নর্কিয়া।তারপরও পাচ্ছেন না জায়গা মুস্তাফিজ, কারণটা জানালেন ফ্র্যাঞ্চাইজির মেন্টর সৌরভ গাঙ্গুলি।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে মুস্তাফিজের সম্প্রতি ফর্ম ভালো নেই। মুস্তাফিজের একাদশে জায়গা না পাওয়ার কারন জানিয়েছেন তারা।মুস্তাফিজের আগের রুপে আনতে সৌরভ গাঙ্গুলি পরামর্শ দিয়েছেন। শুধু আইপিএল নয়, ভবিষ্যৎ বিবেচনায় মুস্তাফিজের জন্য পরামর্শ রেখেছেন তারা।

মুস্তাফিজকে নেক্সট লেভেলে যেতে হলে তার একজন প্রাইভেট কোচ জরুরি এমনটা জানিয়ে সংবাদ সম্মেলনে সৌরভ গাঙ্গুলি মুখ খুলেন,সৌরভ গাঙ্গুলি বলেন, ‘মুস্তাফিজের ফিল্ডিং ডিরেকশনে ঘাটতি আছে। কারণ, প্রায় সময়ই দেখা যায় ওর বলে খোঁচা মেরে চার হচ্ছে, ক্যাচ মিস হচ্ছে, এক রানের জায়গায় দুই রান হচ্ছে। কিন্তু ঠিক জায়গায় ফিল্ডিং সাজানো থাকলে এমনটা হতো না। এই দিক দিয়ে তাকে উন্নতি করতেই হবে।’

দিল্লি ক্যাপিটালসের মেন্টর সৌরভ গাঙ্গুলি আরো বলেন, ‘মুস্তাফিজ দারুণ বল করে। তবে আমি মনে করি, ওর একজন প্রাইভেট কোচ দরকার। যে প্রতিনিয়ত ভুলগুলো শুধরে দিয়ে ওকে পরিণত করতে পারবে। আশা করি, সে ভবিষ্যতে আরও উন্নতি করবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks