(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

IPL 2023 | দিল্লির আগামী ম্যাচের একাদশে মুস্তাফিজকে রাখার ইঙ্গিত দিয়ে একি বলল রিকি পন্টিং | Mustafizur Rahman Delhi Capitals IPL 2023

IPL 2023 | দিল্লির আগামী ম্যাচের একাদশে মুস্তাফিজকে রাখার ইঙ্গিত দিয়ে একি বলল রিকি পন্টিং | Mustafizur Rahman Delhi Capitals IPL 2023 : দিল্লী ক্যাপিটালস নিজেদের প্রথম ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়েন্টের কাছে ৫০ রানে পরাজিত হয়েছে। আইপিএলে দিল্লী নিজেদের প্রথম ম্যাচে হার দিয়ে যাএা শুরু করেছে। দিল্লী ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং ম্যাচ হারের পিছে দায়ী করেছে বোলিং ও ফিল্ডিংকে। অথচ কাটার মাস্টার মুস্তাফিজ ছিলেন না এই ম্যাচে।

দিল্লী টসে জিতে লক্ষ্ণৌকে ব্যাটিংয়ে পাঠালে ৬ উইকেটে তারা ১৯৩ রান সংগ্রহ করে। পুরো ইনিংসে ৫টি চার ও ১৬টি ছক্কা মারে লক্ষ্ণৌ।দিল্লীর বোলারদের তুলোধূলো করায় বোলিং ইউনিটে পরিবর্তনে আভ্যাস দিয়ে কোচ রিকি পন্টিং বলেন,”১৬ টি ছক্কা হজম করেছি। এর মানে বল হাতে আমরা সঠিক পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি নি। এমন হলে ম্যাচ ধরে রাখা কঠিন। সুযোগ হাতছাড়া করা যাবে না। ম্যাচে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। “

Mustafizur Rahman Delhi Capitals IPL 2023

কোচ রিকি পন্টিংয়ের কথা অনুযায়ী আগামী আসরে দারুন বোলিং করা মুস্তাফিজকে দেখা যাবে। তাকে একাদশে না রাখলে আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে রাখা হবে। রভমান পাওয়েল এর পরিবর্তে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে রাখা হবে মুস্তাফিজকে।

আইপিএলের ১৬তম আসরে নতুন নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালীন সময়ে একাদশে থাকা এক খেলোয়াড়ের বদলে নতুন আরেকজন খেলোয়াড় যুক্ত করতে পারবে প্রতিটি দল। যাকে বলা হয়, ইমপ্যাক্ট খেলোয়াড়। এই নিয়মটি উদ্বোধনী ম্যাচ থেকেই শুরু হয়েছে। প্রত্যেক ম্যাচেই এই নিয়মে নতুন খেলোয়াড় মাঠে নামিয়েছে উভয় দল।

তাই দিল্লীর পরবর্তী ম্যাচে রভমান পাওয়েল ব্যাটিংয়ের সময় ব্যাটিং করলে ও বোলিংয়ের সময় মোস্তাফিজকে “ইমপ্যাক্ট” খেলোয়াড় হিসেবে মাঠে নামানো হবে৷ কোচের এই পরিকল্পনা বাস্তবায়ন হলে প্রতিপক্ষ দলকে হারাতে সুবিধা পাবে দিল্লী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks