(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

নিজের শেষ ম্যাচেও একাদশে সুযোগ পাননি মুস্তাফিজ! তবে মুস্তাফিজকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবসা চালিয়ে যাচ্ছে দিল্লি!

নিজের শেষ ম্যাচেও একাদশে সুযোগ পাননি মুস্তাফিজ! তবে মুস্তাফিজকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবসা চালিয়ে যাচ্ছে দিল্লি!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে আজ গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছে দিল্লি ক্যাপিটালস। দিল্লির হয়ে এই ম্যাচেও একাদশে সুযোগ মেলেনি মুস্তাফিজুর রহমানের।

দিল্লি ক্যাপিটালসের এই ম্যাচ শেষেই মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রা শেষ হয়ে যাবে। আসন্ন আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে কাটার মাস্টার যোগ দিবেন ইংল্যান্ডে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে। চলতি মৌসুমে আইপিএলে নিজের শেষ ম্যাচেও মুস্তাফিজকে একাদশে সুযোগ দেয়নি দিল্লি টিম ম্যানেজমেন্ট।

অথচ মুস্তাফিজুর রহমানকে নিয়ে ম্যাচ শুরু এক ঘন্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে দিল্লি ক্যাপিটালস। আইপিএল শুরুর পর থেকেই মুস্তাফিজকে বেঞ্চে বসিয়ে রেখে শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে রিচ বাড়ানোর কাজে ব্যবহার করেছে দিল্লি। দিল্লির হয়ে মুস্তাফিজ খেলেছেন মাত্র ২ টি ম্যাচ। যেই দুই ম্যাচের একটিতে বল হাতে সফল হলেও অপর ম্যাচে আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারেননি ফিজ। যার পর থেকে আর কোনো ম্যাচে মুস্তাফিজকে নিজের সামর্থ প্রমাণ করার সুযোগ দেয়নি দিল্লি ক্যাপিটালস।

গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ শুরুর একঘন্টা দিল্লি ক্যাপিটালস তাদের অফশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মুস্তাফিজের ছবি ব্যবহার করে ব্যবসা কুড়ানোর চেষ্টা চালিয়েছিল। তবে তাতে সফল হতে পারেনি তারা। আগের মতো লাইক, কমেন্ট কিংবা রিচও মেলেনি এই ছবি থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks