(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

চেলসির নেইমারকে নেওয়া উচিত হবে না – গ্যাব্রিয়েল আগবনলাহোর!

নেইমার ট্রান্সফার নিউজ, নেইমার জুনিয়র, চেলসি, চেলসি ট্রান্সফার নিউজ, চেলসির নেইমারকে নেওয়া উচিত হবে না – গ্যাব্রিয়েল আগবনলাহোর!

ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাহিরে নেইমার। মৌসুমের অধিক সময়ই ইনজুরিতে থাকা আর খামখেয়ালি আচরণের জন্য পিএসজি চোটেছেন নেইমারের উপর।পিএসজি চলতি মৌসুম শেষেই নেইমারকে বিক্রি করে দেবে।নেইমার কে আর রাখতে চাইছে না তারা।

অন্যদিকে চেলসিতে ব্যর্থ কোচ হলেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ডও। তাই চেলসি পরিকল্পনা করছে নতুন মৌসুমে নতুন কোচ নিয়োগ দেওয়ার। কোচের তালিকায় চেলসির প্রথম পছন্দ টটেনহ্যাম ও পিএসজির সাবেক কোচ মাউরিউসিও পচেত্তিনো।চেলসির কোচ যদি মাউরিউসিও পচেত্তিনো হন তাহলে নেইমারের পরবর্তী গন্তব্য চেলসি হতে পারে।

তনে পচেত্তিনো নেইমারকে নিতে চাইলেও এক মুখে মানা করেছেন ফুটবল পণ্ডিতে গ্যাব্রিয়েল আগবনলাহোর।তিনি বলেন,নেইমারকে যেন চেলসি না নেয়। তিনি নেইমারকে না নেওয়ার যুক্তিও দেখিয়েছেন।ক্লাবের খেলায় নেইমারের খামখেয়ালি স্বভাব।ব্রাজিলেরে হয়ে নেইমার যতটা নিবেদন নিয়ে খেলেন ক্লাবে ততোটা নন। তাই তাকে না নেওয়ার পরামর্শ দেন তিনি।

গ্যাব্রিয়েল আগবনলাহো নেইমারকে নিয়ে বলেন , ‘তাকে দেখে মনে হয়, ক্লাব ফুটবলে তার আর আগ্রহ নেই। আপনি যদি তাকে ব্রাজিলের হয়ে খেলার জন্য ডাকেন, দেখবেন তার তর সইছে না। চেলসির এমন আরেকটা অহমপূর্ণ খেলোয়াড়ের দরকার নেই। পচেত্তিনো আসছেন। সম্ভবত তিনি পিএসজিতে নেইমারকে সামলাতে পারেননি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks