(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

mustafiz csk ipl 2024 / ২০২৪ আইপিএলে মুস্তাফিজের কাটার হবে আরো ভয়ঙ্কর

Mustafizur Rahman IPL 2024 / Mustafizur Rahman CSK IPL 2024 : ipl 2024 auction / ২০২৪ আইপিএল এর নিলাম থেকে মুস্তাফিজুর রহমানকে চেন্নাই সুপার কিংস ভিত্তি মূল্য ২ কোটি রুপিতে দলে ভিড়ানোর পর, তাকে নিয়ে ব্যাপক আলোচনা চলছে চেন্নাই শিবিরে। বিভিন্ন ক্রিকেট বিশ্লেষক বলছে মোস্তাফিজুর রহমান চেন্নাইয়ের স্লো উইকেটে হতে পারে বেশ কার্যকরী।

ফিজের বোলিং স্টাইলের সঙ্গে চেন্নাই সুপার কিংস এর হোম ভেন্যু চেন্নাই স্টেডিয়ামের পিচ বেশ মারানসই। মুস্তাফিজুর রহমান ২০২৪ আইপিএলে হতে পারে ভয়ঙ্কর, এমনটা এবার বললেন ভারতীয় স্পিনার রবিচন্দ্র আশ্বিন।

মুস্তাফিজুর রহমানকে নিয়ে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এক ভিডিও বা তাই রবিচন্দ্র আশ্বিন আইপিএল নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছেন বাঁ হাতি কাটার দিয়ে মুস্তাফিজুর রহমান ২০২৪ আইপিএলে বেটারদের পরীক্ষা নেবে।

এসময় ফিজকে নিয়ে অশ্বিন বলেন “চিপকে বাঁহাতে কাটার দিয়ে মুস্তাফিজুর রহমান যা করবে ভাবতেও খুব ভয়ঙ্কর। তারা পারফেক্ট জায়গায় কাজের জন্য একজন পারফেক্ট বোলারকেই বেছে নিয়েছে।”

এদিকে দলে নিয়ে চেন্নাই সুপার কিংস মুস্তাফিজুর রহমানের ফিজ নামটাই পরিবর্তন করে দিয়ে দিয়েছে “মুজ” এবার মুস্তাফিজুর রহমানকে জ্বলন্ত ফিজ উপাধি দিয়ে এমন পোস্ট করেছে চেন্নাই সুপার কিংস নিজেদের অফিসিয়াল টুইটার একাউন্টে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এর আগে আরো চারটা দলে খেলেছেন মুস্তাফিজুর রহমান। শুরুটা সানরাইজার্স হায়দারাবাদের জার্সিতে। সেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ কে ২০১৬ আইপিএল এ চ্যাম্পিয়ন করার পথে ১৭ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ।

এরপর মুস্তাফিজুর রহমান সানরাইজার্স হায়দারাবাদের দুই মৌসুম কাটিয়ে চলে গেছেন মুম্বাই ইন্ডিয়ান্সে। পরে মুস্তাফিজুর রহমান মুম্বাইতে এক মৌসুম খেলে, পাড়ি জমিয়েছেন রাজস্থান রয়েলসে। এরপর রাজস্থান রয়েলসে এক বছর কাটিয়ে মুস্তাফিজুর রহমান সব শেষ দুই আইপিএল মৌসুম খেলেছেন দিল্লি ক্যাপিটালসের জার্সিতে।

এরপর এবারের আইপিএলের নিলাম এর আগে প্লেয়ারসনে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটাল। আর নিলাম ২ কোটি রুপিতে মুস্তাফিজকে দলে ফিরিয়েছে চেন্নাই সুপার কিংস। নিজের আইপিএল ক্যারিয়ারের পঞ্চম দল হিসেবে চেন্নাইয়ের জার্সি পড়বেন কাটার মাষ্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks