(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Claudio Echeverri transfer news / আর্জেন্টিনার নতুন মেসিকে দলে নিতে চাই ম্যান সিটি

Claudio Echeverri transfer news / গুঞ্জন ছিল অনেকদিন ধরে, শেষ পর্যন্ত সেই গুঞ্জনটা সত্যি হতে চলেছে। আর্জেন্টিনা নতুন মেসি খ্যাত ক্লাউদিও এচেভেরিকে দলে নিতে চায় ম্যানচেস্টার সিটি লড়াইয়ে আছে চেলসি এবং বার্সেলোনা।

দল বদলের বিশ্বস্ত সূত্রের খবর দিয়ে জনপ্রিয়তা লাভ করা ইটালিয়ান সাংবাদিক ফাবরিজিও রোমানো একটি টুইট বার্তাই ক্লাউদিও এচেভেরিকে দলে নেওয়ার বিষয়ে ম্যানচেস্টার সিটি ও চেলসের আগ্রহের কথা জানিয়েছে।

বার্সেলোনা আর্জেন্টিনার নতুন মেসিকে দলে নেওয়ার চেষ্টার কথা আগে জানালেও বর্তমানে ইউফার ফিনান্সিয়াল প্লেয়ার নীতিভঙ্গের ভয়ে সমস্যায় পড়ে আছে।

ক্লাউদিও এচেভেরিকে দলে ভিড়াতে হলে রিলিজ ক্লজ এর পুরো অর্থ পরিশোধ করতে হবে আগ্রহী ক্লাবকে। তরুণ এই আর্জেন্টাইন কে চুক্তি নবায়ন করাতে চাচ্ছে রিভার প্লেট। কিন্তু ক্লাউদিও এচেভেরি জানিয়েছেন চলতি মৌসুম শেষ হওয়ার পর আর এই ক্লাবে থাকছে না।

ক্লাউদিও এচেভেরিকে দলে নিতে হলে আগ্রহী ক্লাবকে ২৫ থেকে ৩০ মিলিয়ন ইউরোপরিষদ করতে হবে দল বদরের বিশ্বস্ত খবর দেওয়া ফাবরিজিও রোমানো জানান,
ম্যানচেস্টার সিটি রিভার থেকে আর্জেন্টাইন প্রতিভা ক্লাউদিও এচেভেরিকে সই করার জন্য চাপ দিচ্ছে। কারণ ক্লাব এবং খেলোয়াড় উভয় পক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। চেলসি এখনও আগ্রহী।

বার্সেলোনার অবস্থানে কোন পরিবর্তন নেই: ক্লাউদিও এচেভেরিকে উচ্চ মূল্যর অফার দেওয়া হয়েছে — কিন্তু FFP সমস্যার কারণে মোকাবেলা করা কঠিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks