(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Mohammad Rezwan / রেজওয়ানের নামাজ পড়া নিয়ে আইসিসিতে নালিশ দিল ভারতীয় আইনজীবী

Mohammad Rezwan ICC Cricket world Cup 2023 / indian lawyer Against mohammad Rezwan | icc | আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এ নেদারল্যান্ডসের বিপক্ষে ফিফটি করেই নামাজের ভঙ্গিতে উদযাপন করেছিলেন মোহাম্মদ রেজওয়ান। সেই ঘটনা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর কাছে লিখিতভাবে অভিযোগ করেছেন ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল।

পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রেজওয়ানকে ম্যাচের মাঝে নামাজ আদায় করতে দেখা যায়, এই বিষয়টি পছন্দ হয়নি ভারতীয় এই আইনজীবের। তাই নামাজের বিরুদ্ধে কথা বলেছেন তিনি। বিনীত জিন্দাল অভিযোগে বলেছেন, হায়দরাবাদে নেদারল্যান্ডসের বিপক্ষে রিজওয়ান নামাজের জন্য আহ্বান করেছেন যা ‘ম্যাচের স্পিরিট নিয়ে প্রশ্ন তোলে’।

আইসিসি চেয়ারম্যানের কাছে তিনি লিখিতভাবে জানিয়েছেন বিষয়টি সেই অভিযোগে তিনি লিখেছেন গত ৬ অক্টোবর বিশ্বকাপে হায়দ্রাবাদের নেদারল্যান্ডসের বিপক্ষে নিজের প্রথম ম্যাচের সময় পাকিস্তানি ক্রিকেটার রেজওয়ান নামাজের আহ্বান করেছেন।

রেশন যখন অনেক ভারতীয়র মধ্যে ক্রিকেট মাঠে নামাজ পড়েন তখন তার কাজটি ধর্মের ইচ্ছাকৃত চরিত্রের প্রতীক হয়ে উঠ, যা খেলাধুলার চেতনার বিরুদ্ধে। এই খেলোয়াড় ম্যাচে খেলার সময় যখন এমন করেন সেটি ম্যাচের চেতনা ও আদর্শের বিষয়ে প্রশ্ন তুলে।

রেজওয়ানের ধর্ম পালনের বিষয়টি উদ্দেশ্যমূলক ভাবে এটি প্রদর্শন করে য, তিনি মুসলিম যা খেলার চেতনাকে পরাজিত করে।

ভারতীয় সুপ্রিম কোর্টের এ আইনজীবী এর আগেও পাকিস্তানের সাংবাদিক জয়নাব আব্বাস এর বিরুদ্ধে দিল্লির পুলিশের সাইবার সেল এর কাছে অভিযোগ জানিয়েছিলেন। এ বাড়ি প্রথম নয় পাকিস্তানী ক্রিকেটারদের বিরুদ্ধে বিশেষ করে মুসলিমদের বিরুদ্ধে তিনি লেগে থাকেন।

ভারতীয় সুপ্রিম কোর্টের এই আইনজীবীর এমন অভিযোগ নিয়ে বিশ্ব ক্রিকেটে চলছে তুলকালাম কান্ড। কেউ কেউ বলছে এটি রেজওয়ানের ব্যক্তিগত ধর্মের বিরুদ্ধে কথা বলছে ভারতীয়রা, যা ক্রিকেট মাঠের বাহিরের ঘটনা সম্পূর্ণ। যে বিষয়টিকে টেনে এনে ক্রিকেটকে প্রশ্নবিদ্ধ করতে যাচ্ছে ভারতীয় এই আইনজীবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks