(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Messi Neymar Mbappe / UCL | মেসি-নেইমার ছাড়া ব্যর্থ এমবাপ্পে

Messi | neymar | kylian mbappe | psg match result | uefa champions league | PSG vs Newcastle United UCL Match | দলে মেসি ও নেইমারের প্রয়োজনীয়তা নেই, গত গ্রীষ্মকালীন দল বদলের মেসি ও নেইমারকে ছেড়ে দেওয়ার আগে এমনটা বলেছিল পিএসজি বোর্ড কর্তারা। তাদের মূল ভরসা কিলিয়ান এমবাপ্পে। ফরাসি তারকায় নাকি পিএসজিকে সফলতা এনে দিবে। কিন্তু কি হলো? উয়েফা চ্যাম্পিয়নস লিগ ম্যাচে পিএসজি বনাম নিউক্যাসেল ম্যাচের ফলাফল গেল পিএসসির বিপক্ষে।

নিউক্যাসেল ইউনাইটেড এর বিপক্ষে বড় ব্যবধানে হারালো পিএসজি, ব্যবধানটা ৪-১। নিউক্যাসেল ইউনাইটেড এর বিপক্ষে পরাজিত হওয়ার পর পিএসজির ব্যর্থতার জন্য কিলিয়ান এমবাপ্পে দায়ী করছে তাদের ভক্তরা।

ম্যাচে ব্যর্থ ছিলেন এমবাপ্পে ও দেম্বেলে। লিওনেল মেসি ক্লাবটিতে থাকতে গড়ে প্রতি ম্যাচে কিলিয়ান এমবাপ্পে অন্তত তিনটি করে বল বানিয়ে দিয়েছিলেন।কিন্তু এখন সেই সুবিধা পাচ্ছে না এমবাপ্পে। মেসির অভাব টের পাচ্ছেন তিনি। নেইমার জুনিয়রকেউ ক্লাব থেকে বের করে দেওয়ার পেছনে কিলিয়ান এমবাপ্পের হাত ছিল। ফরাসি ফরোয়ার্ড নেইমারকে বের করে দিয়ে তার স্বদেশী ওসমান দেম্বেলেকে দলে এনেছে। আর সেই ওসমান দেম্বেলেও ব্যর্থ।

মেসি নেইমার দলে না থাকা যে পিএসজির জন্য কত বড় ধাক্কা হয়ে এলো সেটি টের পাচ্ছে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায়। এই দুই তারকা না থাকায় দলটি এখন অচল পয়সায় পরিণত হয়েছে। চ্যাম্পিয়নস লীগে ৪-১ গোলে হারের পর পিএসজি বোর্ড কর্তাও কিলিয়ান এমবাপ্পের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছে ক্লাবটির ভক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks