(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

IPL 2022 | MEGA AUCTION | SHAKIB | MUSTAFIZ | আইপিএলের মেগা নিলামে ‘৯’ বাংলাদেশি ক্রিকেটার!

The mega auction of Indian Premier League IPL will be held on 12 and 13 February. Earlier, the IPL’s governing council released the list of players registered for the 2022 IPL auction.

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হতে যাচ্চে আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি। এর আগে ২০২২ আইপিএলের নিলামে নাম নিবন্ধন করা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করে আইপিএলের গভর্নিং কাউন্সিল। আইপিএলের এবারের আসরের জন্য নিলামে নাম দিয়েছেন মোট ১২১৪ জন ক্রিকেটার। যার মধ্যে আসন্ন আইপিএলের মেগা নিলামে থাকছেন ৯ বাংলাদেশি ক্রিকেটার।

আসন্ন আইপিএলের প্লেয়ার্স ড্রাফটে সবচেয়ে বেশি রয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার। অস্ট্রেলিয়া থেকে সর্বোচ্চ ৫৯ জন ক্রিকেটার আইপিএল নিলামে নাম দিয়েছেন। দক্ষিণ আফ্রিকাকে থেকে ৪৮ জন, ওয়েস্ট ইন্ডিজ থেকে ৪১, শ্রীলঙ্কা থেকে ৩৬ জন, ইংল্যান্ডের ৩০, নিউজিল্যান্ডের ২৯, আফগানিস্তানের ২০, নেপালের ১৫, আমেরিকার ১৪, জিম্বাবুয়ের ২, নামিবিয়ার ৫, ওমানের ৩ ও ভুটান, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, আরব আমিরাত থেকে ১ জন ক্রিকেটার থাকছে আইপিএলের মেগা নিলামে। বাকি থাকা ৮৯৬ জন ক্রিকেটার থাকছে ভারতের।

৩১৮ জন বিদেশি ক্রিকেটারদের মধ্যে বাংলাদেশ থেকে থাকছে মোট ৯ জন ক্রিকেটার। আইপিএলের ২০২১ আসরে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়েলসের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। তবে ২০২২ আসরের জন্য তাদের দলে রাখেনি ফ্র্যাঞ্চাইজি দুটি।

তবে গত নিলামের মত এবারও সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমুল্যের ক্যাটাগরিতে রাখা হয়েছে বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার সাকিব আল হাসান ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে।

আইপিএলের মেগা নিলামে থাকা ৯ জন বাংলাদেশি ক্রিকেটার হলেনঃ- সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, শামিম হোসেন পাটোয়ারী ও শেখ মাহেদী হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks