(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

IPL Auction 2023 / আইপিএল নিলামের আগেই বাংলাদেশী ৩ তারকা মুস্তাফিজ, তাসকিন, শরিফুল পেল বড় দুঃসংবাদ

IPL Auction 2023 / indian premier league 2024 | ipl auction bangladeshi players, Taskin Ahmed, Mustafizur Rahman, shoriful islam. / প্রথমবারের মতো ভারতের বাহিরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৪ আইপিএল নিলাম। আইপিএল ২০২৪ নিলাম অনুষ্ঠিত হবে আগামীকাল বাংলাদেশ সময় দুপুর তিনটা থেকে দুবাইয়ে। আইপিএলের এবারের আসরের নিলামে আছে তিনজন বাংলাদেশী ক্রিকেটার। মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ শরিফুল ইসলাম।

মিলন থেকে মুস্তাফিজ তাসকিন শরিফুলদের দল পাওয়ার সম্ভাবনা কতটুকু? সেটা সময় সাপেক্ষ ব্যাপার আইপিএল নিলাম শুরু হলেই বোঝা যাবে। কিন্তু এর আগে সবচেয়ে বড় প্রশ্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দেশের ক্রিকেটারদের আইপিএল খেলতে দিবে কিনা?

ভারতীয় সংবাদ মাধ্যম ক্রিকবাজের এক প্রতিবেদনে জানা গেছে বাংলাদেশ থেকে একজন ক্রিকেটারকে আইপিএল খেলতে দিতে চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তিনি মুস্তাফিজুর রহমান। আর তাসকিন ও শরিফুলকে আইপিএল খেলতে দিতে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

মুস্তাফিজুর রহমান ও আইপিএল এর পুরো টার সময় থাকতে পারবেন না তিনি আইপিএলের শুরুর অংশে যোগ দিলে থাকতে পারবেন মে’র দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। আইপিএল শুরু হবে ২২ মার্চ থেকে শেষ হবে মে মাসের শেষ অংশে। মুস্তাফিজুর রহমানকে কিছু সময়ের জন্য আইপিএলে ছাড়তে রাজি বিসিবি।

কোন দেশের ক্রিকেটারকে দলে নিতে হলে সে দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে আইপিএলের দল গুলো। কোন ক্রিকেটারকে দলে নিলে কতদিন সেই ক্রিকেটার আইপিএলে এভেলেবেল থাকবেন? সে বিষয়টি নিয়ে জেনে নেই বিসিসিআই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ড কে জানিয়ে দিয়েছে মুস্তাফিজ কিছু সময়ের জন্য আইপিএলে যেতে পারবে। কিন্তু তাসকিন শরিফুল আইপিএলের নিলামে নাম দিলেও তাদেরকে ছাড়তে রাজি নয় বিসিবি।

ভারতীয় সংবাদ মাধ্যম ক্রিকবাজ এমনটাই জানিয়েছে প্রতিবেদনের পর তাসকিন মুস্তাফিজ শরিফুলদের আইপিএল এর দল পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। কারণ এর আগের আইপিএলেও সাকিব আল হাসান ও লিটন দাসকে পাওয়া নিয়ে সমস্যায় পড়তে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে।

ক্রিকেটাররা যদি আইপিএলের জন্য প্রস্তুত না থাকেন, তাহলে তাদেরকে দলে নিতে চাইবে না কোন দল কারিগরি অর্থ ব্যয় করে দল গঠন করা ipl এর ফ্র্যাঞ্চাইজি গুলো বাংলাদেশের ক্রিকেটাররা যদি আইপিএলে পুরো সময় না থাকতে পারে সে ক্ষেত্রে কোন দল আগ্রহ প্রকাশ করবে না, বাংলাদেশের এই তিন প্রেসারের প্রতি।

সেই ক্ষেত্রে এবারের আইপিএলের কোন বাংলাদেশি ক্রিকেটারকে ছাড়াই হতে পারে খেলা। যদি একজন ক্রিকেটার সুযোগ পান সেটা মুস্তাফিজুর রহমান কিছু সময়ের জন্য আইপিএলে খেলতে পারবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks